আখাউড়ায় প্রশাসনের হস্তক্ষেপে ৪ দিন পর সরানো হলো প্রতিবন্ধক বেড়া

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের রাধানগরে পশু হাসাতাল সংলগ্ন মহল্লায় প্রবাসী ছিদ্দিক মিয়ার বাড়ির রাস্তার সামনে দেওয়া প্রতিবন্ধক বেড়া সরানো হয়েছে। প্রশাসনের হস্তক্ষেপে ৪ দিন পর বেড়া খুলে রাস্তা উন্মুক্ত করা হয়েছে। বুধবার সকাল থেকে বাড়ির লোকজন নির্বিঘ্নে যাতায়াত করতে পারছে। এর আগে শনিবার ভোরে ছিদ্দিক মিয়ার বড় ভাই শেখ নিজাম উদ্দিনের ছেলেরা রাস্তাটি বন্ধ করে দেয়। এ বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে সমালোচনার সৃষ্টি হয়। প্রশাসন অবৈধ বেড়া প্রদানকারীকে বেড়া খুলে নেওয়ার তাগিদ দিলে বেড়া খুলে নিতে বাধ্য হয় শেখ নিজাম উদ্দিন।
এদিকে বেড়া খুলে নেওয়ায় খুশি প্রবাসী ছিদ্দিক মিয়ার স্ত্রী আকলিমা বেগম।
আকলিমা বেগম বলেন, আমার স্বামী ও তার দুই ভায়ের যৌথ মালিকানা জায়গায় চলাচলের জন্য রাস্তা করা হয়েছে। ২ বছর যাবত আমার ভাড়াটিয়ারা এই রাস্তা দিয়ে চলাচল করতেছে। গত শনিবার ভোর ৬টার দিকে আমার ভাতিজা শেখ রাসেল, শেখ ফয়াসল ও আরেক ভাশুরের স্ত্রী অবৈধভাবে বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছিল। ৭টি ভাড়াটিয়া পরিবারের ১৮ জন মানুষ ঘরবন্দি হয়ে পড়ে। আমি বাঁধা দেওয়ায় আমাকে মারধর করতে আসপ । আমার স্বামী প্রবাসে থাকে। পরে আমি পুলিশ, উপজেলা প্রশাসন এবং সেনাবাহিনীকে বিষয়টি অবগত করি। বিএনপি নেতা আক্তার খান এবং পৌর সভার সাবেক কাউন্সিলর ইশান হোসেনও শুনে সহযোগিতা করেন। মিডিয়ায় সংবাদ প্রকাশ করে। অবশেষে প্রশাসনে নির্দেশে ৪ দিন পর তারা বেড়াটি খুলে সরিয়ে নিয়েছে। আমি প্রশাসনসহ সকলের কাছে কৃতজ্ঞ। সত্যের জয় হয়েছে।