সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ০৪:১৩ পূর্বাহ্ন

আখাউড়ায় আদালতের রায় না মানার অভিযোগ

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া
প্রকাশিত হয়েছে : বুধবার, ৫ মার্চ, ২০২৫
আখাউড়ায় আদালতের রায় না মানার অভিযোগ
আখাউড়ায় আদালতের রায় না মানার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জমি সংক্রান্ত বিরোধে আদালতের রায় না মেনে উল্টো প্রতিপক্ষকে মারধর ও হয়রানির অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী পরিবার বুধবার সকালে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে প্রতিকার দাবি করে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেছেন।
উপজেলার উত্তর ইউনিয়নের রামধনগর গ্রামের মো. আলেফ খান তার বাড়িতে করা সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, একই এলাকার ইদ্রিস মিয়ার সঙ্গে তার জমি নিয়ে বিরোধ ছিলো। এ নিয়ে ১৬ ফেব্রæয়ারি মামলার রায় আসে তার পক্ষে। আদালত থেকে রায়ের কপি পেয়ে আখাউড়া থানার এএসআই কামরুল হাসান বিবাদীদেরকে বিষয়টি অবহিত করেন। এতে ক্ষিপ্ত হয়ে ১ মার্চ ইদ্রিস মিয়া ক্ষুব্ধ হয়ে ইউপি মেম্বার কুতুব উদ্দিনসহ কয়েকজনকে নিয়ে হামলা চালায়। এ সময় আমার বাগানের প্রায় ৩০টি আম গাছের চারা উপড়ে ফেলে। একটি খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয়। ঘরের টিনের চালের বেড়া ও দরজা-জানালা ভাংচুর করে। বাঁধা দিতে গেলে তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হন।
তবে ইউপি মেম্বার কতুব মিয়া সাংবাদিকদের কাছে বিষয়টি অস্বীকার করেছেন। তিনি জানান, আলেফ খানের জায়গার পাশে তার একটি নাল ভ‚মি আছে। দু’টি জায়গারই দাগ আলাদা। নিজ জায়গাতেই তিনি আছেন। মারধর বা হামলার যে অভিযোগ করা হচ্ছে সেটাও মিথ্যা।
এ বিষয়ে পুলিশের সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মো. কামরুল হাসান জানান, জায়গা বিষয়ে আদালতের রায়ের কপি পেয়ে উভয় পক্ষকে বিষয়টি অবহিত করে আসি। এমনকি ইদ্রিস মিয়াকে ওই জায়গায় যেতে নিষেধও করে আসা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর