আখাউড়ায় গাছের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল
আরোহী কিশোর নিহত
শিরোনাম
আখাউড়ায় গাছের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেলআরোহী কিশোর নিহত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গাছের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী এক কিশোর নিহত হয়েছে। নিহত কিশোরের নাম মো. জিসান(১৫)।রোববার (২মার্চ) বিকালের দিকে আখাউড়া-চান্দুরা সড়কের আমোদাবাদ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
সে উপজেলার উত্তর ইউনিয়নের আমোদাবাদ গ্রামের প্রবাসী সুমন মিয়ার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বিকালের দিকে কিশোর জিসান মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। সে আখাউড়া-চান্দুরা সড়ক ধরে মোটরসাইকেল নিয়ে সামনের দিকে যাচ্ছিল। বাড়ি থেকে কিছু দুর যেতেই নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেল আরোহী ওই কিশোর গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে। পরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আখাউড়া থানার পুলিশ পরিদর্শক ও অফিসার ইনচার্জ মো. ছমি উদ্দিন ওই কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর