আখাউড়ার শ্রমিক দলনেতার সংবাদ সম্মেলন

দলের আভ্যন্তরীন সমস্যার কারণে অপপ্রচারের শিকার হয়েছেন বলে দাবি করেছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শ্রমিক দলের আহবায়ক মো. ওসমান মিয়া। রবিবার সকালে বাধন কমিউনিটি সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘দলের নেতৃবৃন্দের কাছে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য রাতের আঁধারে আমি পুকুর থেকে মাছ নিয়ে গেছি বলে অপপ্রচার করা হচ্ছে।’
এ সময় ওসমান মিয়া বলেন, ‘ঘটনার সঙ্গে আমার কোনো ধরণের সম্পৃক্ততা নেই। মূলত যিনি অপপ্রচার করছেন তিনি রেলওয়ে স্কুল সংলগ্ন পুকুরটি ইজারা নিতে চেয়েছিলেন। সেটা করতে না পেরে অপপ্রচার চালাচ্ছে। কসবা-আখাউড়া বিএনপি’র দায়িত্বপ্রাপ্ত নেতা কবির আহমেদ ভুইয়ার নাম ভাঙ্গিয়ে আমি এসব করছি বলেও অপপ্রচার চালানো হচ্ছে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত হুমায়ুন কবির নামে এক ব্যক্তি জানান, তিনি পুকুরটি ইজারা নিয়ে মাছ চাষ করেছেন। পরিচিত একজনের কাছে মাছ বিক্রি করি। তিনি পুকুর থেকে মাছ তুলেছেন। এর সঙ্গে ওসমান মিয়া কিংবা বিএনপি নেতা কবির আহমেদ ভুইয়ার কোনো ধরণের সম্পর্ক নেই।