আখাউড়ায় বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের অভিযান।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাহে রমজানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের বাজার নিয়ন্ত্রণ রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
এসময় ম্যাজিস্ট্রেট দেখা মাত্রই কম দামে লেবু বিক্রি শুরু করেন ব্যবসায়ীরা।রোববার (০৩ মার্চ) দুপুরে উপজেলার পৌরশহরের সড়ক বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজালা পারভীন রুহি। এসময় মূল্য তালিকা না থাকায় ও অতিরিক্ত দামে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিক্রির কারণে ৬ ব্যবসায়ীর কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
পরে উপজেলার বিভিন্ন বাজার পর্যবেক্ষণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি । এসময় আখাউড়া থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতা করেন।
বাজারে আসা ফুরকান নামের এক ক্রেতা বলেন, ইউএনও স্যারকে দেখা মাত্রই ১শ টাকার লেবুর দাম অর্ধেক দামে বিক্রি শুরু করেন ব্যবসায়ীরা কিন্তু যখন আমার স্যার চলে গেলেন তখন আবার আগের দামেই বিক্রি শুরু করেন তারা। পুরো রমজান যেন এভাবে মাজার মনিটরিং হয় সেই দাবি রাখছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি বলেন, নিয়মিত বাজার পর্যবেক্ষণ এর অংশ হিসেবে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। রমজানে বাজার নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।