আরও বিপাকে আল্লু! ‘পুষ্পা ২’ ছবিতে পুলিশকে অপমানের অভিযোগ, থানার দারস্থ কংগ্রেস নেতা

পদপিষ্ট কাণ্ডের জেরে এমনিতেই অস্বস্তিতে রয়েছেন। এবার থানায় আল্লু অর্জুনের (Allu Arjun) বিরুদ্ধে আরও এক নতুন অভিযোগ দায়ের (Complaint filed) হল। সূত্রের খবর, তেলুগু অভিনেতার বিরুদ্ধে পুলিশকে (Police) অপমান করার অভিযোগ তুলেছেন থেনমার মাল্লান্না (Theenmar Mallanna) নামের এক কংগ্রেস নেতা (Congress Leader)। তেলেঙ্গানার মেডিপাল্লি থানায় আল্লুর পাশাপাশি ‘পুষ্পা ২’ ছবির পরিচালক ও প্রযোজকদের বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়েছে।
কংগ্রেস নেতা অভিযোগ, ‘পুষ্পা ২’ ছবিতে (Pushpa 2) পুলিশকে অপমান করা হয়েছে। ছবির একটি দৃশ্যে দেখানো হয়েছে, এক পুলিশ আধিকারিককে সুইমিং পুলে ফেলে দেন পুষ্পা। তারপর ওই অবস্থাতেই সুইমিং পুলে প্রস্রাব করেন তিনি। এই ধরনের দৃশ্য সমগ্র পুলিশবাহিনীর জন্য অপমানজনক বলে দাবি থেনমার মাল্লান্নার। তাই এর বিরুদ্ধে অবিলম্বে কঠোর পদক্ষেপ গ্রহণের আর্জি জানিয়েছেন তিনি।
অন্যদিকে ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যুর ঘটনায় সোমবারই ফের তেলেঙ্গানা পুলিশ আল্লুকে একটি নতুন নোটিশ দিয়েছে। তাতে মঙ্গলবার সকাল ১১টা নাগাদ জিজ্ঞাসাবাদের জন্য অভিনেতাকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেই মতো এদিন সকালেই তিনি পৌঁছে যান থানায়। এসবের মাঝেই ফের থানায় দায়ের হওয়া নতুন অভিযোগ অস্বস্তি বাড়াল আল্লু অর্জুনের।
বাংলারসংবাদ/এসএম