শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম সন্দ্বীপে ঘর ভিটা জায়গা সংত্রুান্ত বিরোধ কে কেন্দ্র করে নিহত ১ আহত ২ পোগলদিঘা ইউনিয়নে গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করলেন জামায়াত ইসলামী নেতা অ্যাডভোকেট মাওলানা মোহাম্মদ আব্দুল আওয়াল ড. ইউনূস-মোদি বৈঠক দুই দেশের জন্য ‘আশার আলো’: মির্জা ফখরুল স্বেচ্ছায় করে রক্তদান, বাংলা মায়ের শ্রেষ্ঠ সন্তান বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামালের পিতার মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মোনাজাত সন্দ্বীপ চলমান পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সংবাদ সম্মেলন “মুরাদনগরে কিশোর গ্যাংয়ের উন্মাদনা: আইন-আদালতের অবহেলার মাঝে সাধারণ মানুষের আতঙ্ক” ভোলা চরফ্যাশন প্রতিপক্ষের হামলায় ১ জন নিহত ৬ জন আহত ময়মনসিংহের ক্লুলেস মামলার আসামী গ্রেফতার করেছে র‍্যাব-১৪ সেই গোসল মোশারফ করিমের ঈদের দিনের সবচেয়ে বড় উপহার

আমরা দেশের ক্লান্তিলগ্নে দায়িত্ব নিয়েছি- রাঙ্গুনিয়ায় ধর্ম উপদেষ্টা

এম. মতিন, রাঙ্গুনিয়া প্রতিনিধি।
প্রকাশিত হয়েছে : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
আমরা দেশের ক্লান্তিলগ্নে দায়িত্ব নিয়েছি- রাঙ্গুনিয়ায় ধর্ম উপদেষ্টা
আমরা দেশের ক্লান্তিলগ্নে দায়িত্ব নিয়েছি- রাঙ্গুনিয়ায় ধর্ম উপদেষ্টা

আমরা যতদিন ক্ষমতায় থাকবো আমাদের সম্পদ বাড়বে না, কমবে। আগে আমাদের রোজগার ছিল বেশি। এখন গভমেন্টে যাওয়ার পর আমাদের রোজগার সীমিত হয়ে গেছে। আমরা প্রতিটি উপদেষ্টা কোন অবৈধ অনৈতিক সুবিধা নেবো না। আমরা দেশের একটা ক্লান্তিলগ্নে দায়িত্ব নিয়েছি। এবং সাহসিকতার সাথে সেই দায়িত্ব আমরা আনজাম দেবো। সেজন্য আপনাদের কাছে দোয়া চাই, পরামর্শ চাই।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ২ টায় রাঙ্গুনিয়া মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উন্নয়ন কাজের অগ্রগতি বিষয়ক পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অর্ন্তবর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

প্রধান অতিথি ড. আ ফ ম খালিদ হোসেন আরও বলেন, আজকে আমার এই মসজিদ উদ্বোধনে কথা থাকলেও মসজিদের নির্মাণকাজ পুরো সম্পূর্ণ না হওয়ায় উদ্বোধন করা যাচ্ছে না। তবে তারাবিসহ পাঁচ ওয়াক্তের নামাজ শুরু হবে। ফাইনালি কাজ সম্পাদন শেষে উদ্বোধন করা হবে। এবং আপনারা জানেন প্রতিটি সদর ও উপজেলা মিলে আমরা ৫৬৪ টি মসজিদ আমরা নির্মাণ করছি সাড়ে নয় হাজার কোটি টাকা বরাদ্দ করে। তয় মসজিদ যত বৃদ্ধি হবে, মুসল্লীও ততই বৃদ্ধি পাবে। এবং আমরা যদি মানুষকে নামাজি বানাতে পারি, তাহলে সমাজে অপরাধ প্রবনতা কমে যাবে।

তিনি আরও বলেন, আমার দেশে সব মসজিদ নয়, কিছু কিছু মডেল মসজিদ সাইকোলসহ নির্মাণে অনেক দূর্নীতি হয়েছে। অতএব, ইঞ্জিনিয়ার সাহেব আছেন তিনি এটা ভাল ভাবে তদারকি করবেন। এই মডেল মসজিদে গাড়ির পার্কিং, নামাজের ব্যবস্থা, এসি, সোলার প্যানেল, মৃত মানুষের গোলের ব্যবস্থা, মেহমানখানা, কনফারেন্স রুমসহ পনেরটি সুবিধা আছে। আজকে আমরা বিভক্ত হয়ে গেছি। আমি যেই দল করি, আমার দলের বাইরে আর কেন দল নাই, আমি যেই পীর মানি, আমার পীরের বাইরে আর কোন পীর নাই। তাই আমরা এই মসজিদের মিনার থেকে ভ্রাতৃত্বের পয়গাম দিতে চাই। এই মসজিদ রাঙ্গুনিয়ার জন্য আল্লাহ তাআলার রহমত নিয়ে আসুন।

রাঙ্গুনিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারজান হোসাইনের পরিচালনা ও সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, যুগ্ম সচিব ও উপদেষ্টার একান্ত সচিব সাদেক আহমেদ। ইসলামিক ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় মহা পরিচালক সরকার সরোয়ার আলম।

বক্তব্য রাখেন : উপজেলা নির্বাহী প্রকৌশলী জহির রায়হান।

মোনাজাত পাঠ করেন মাওলানা মু. শওকত হোসাইন।

পরে ধর্ম উপদেষ্টা রাঙ্গুনিয়া মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজের বিভিন্ন দিক ঘুরে দেখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর