শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
অপেক্ষা বাড়ল বাংলাদেশের; বিশ্বকাপ নিশ্চিত পাকিস্তানের মাগুরা মেডিকেল কলেজ বন্ধের গুজব উড়িয়ে দিলেন শফিকুল আলম শাহজাদপুরে সশস্ত্র সন্ত্রাসী হামলা চালিয়ে তিন ব্যবসায়ীকে হত্যার চেষ্টা ও জমি দখলের পায়তারা। নোয়াখালীতে থানা থেকে লুট হওয়া গ্যাস গান উদ্ধার যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৩৯০ জন আটক  বিডিআর হত্যাকাণ্ডবিষয়ক তথ্য চেয়ে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের গণবিজ্ঞপ্তি পার্বত্য উপদেষ্টার সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতসহ চার বিদেশি প্রতিনিধির সাক্ষাৎ  প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কাতারে যাচ্ছেন চার নারী ক্রীড়াবিদ ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে অটো ও ইজিবাইক চলাচলে টোল ফ্রি সুবিধা জুলাই-মার্চ মাসে তৈরি পোশাক রপ্তানি বেড়েছে ১০.৮৪ শতাংশ

প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী এ বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন : আসিফ নজরুল

অনলাইন ডেস্ক
প্রকাশিত হয়েছে : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী এ বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন : আসিফ নজরুল
আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।। সংগৃহীত ছবি

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রতিশ্রুতি অনুযায়ী চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের (২০২৬) জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় সংস্কার কাজ সম্পন্ন করে নির্বাচনের ব্যবস্থা করা হবে উল্লেখ করে তিনি বলেন, ‘যে যাই বলুক না কেনো, অন্তর্বর্তীকালীন সরকার আগামী বছরের জুনের পরে সাধারণ নির্বাচনে যাবে না।’ 

আজ বুধবার দুপুরে প্রধান উপদেষ্টার সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিনিধিদের বৈঠক শেষে ড. আসিফ নজরুল যমুনার সামনে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন।

এ সময় আইন উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকার বিএনপির মতামত অত্যন্ত গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছে। 

সংস্কার সংক্রান্ত বিষয়ে বিএনপি অত্যন্ত আন্তরিক এ কথা উল্লেখ করে ড. আসিফ নজরুল বলেন, প্রধান উপদেষ্টার সাথে বিএনপি নেতাদের হৃদ্যতাপূর্ণ পরিবেশে খোলামেলা আলোচনা হয়েছে। বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে বলেও আইন উপদেষ্টা জানান। 

বৈঠক নিয়ে বিএনপির অসন্তোষ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে ড. আসিফ নজরুল বলেন, ‘এই বৈঠকে খোলামেলা আলোচনা চলাকালে উনাদের (বিএনপির প্রতিনিধি দলের সদস্যদের) হ্যাপি মনে হয়েছে। অনেক বিষয়ে তারা আমাদের সঙ্গে একমত হয়েছেন এবং তারা সন্তুষ্ট বলেই মনে হয়েছে।’

প্রেস ব্রিফিংয়ে ড. আসিফ নজরুল দৃঢ়তার সাথে বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকারের কালবিলম্বের বিন্দুমাত্র ইচ্ছা নেই। চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের (২০২৬) জুন মাসের কথা বলা হলেও এর মানে এটা নয় যে এ বছরের ডিসেম্বরে নির্বাচন হবে না। আমরা বলেছি, উল্লিখিত সময়ের মধ্যে যত দ্রুত সম্ভব নির্বাচন অনুষ্ঠানের চেষ্টা করা হবে।’

নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করার জন্য বুধবার দুপুর ১২টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির ৭ সদস্যের একটি প্রতিনিধি দল। দেড় ঘন্টার বেশী সময় ধরে এ বৈঠক চলে। দুপুর ২টার দিকে বিএনপির প্রতিনিধি দলের সদস্যরা যমুনা থেকে বের হয়ে আসেন। 

বিএনপির প্রতিনিধি দলে ছিলেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ-প্রেসসচিব অপূর্ব জাহাঙ্গীর ও আবুল কালাম আজাদ মজুমদার এসময় উপস্থিত ছিলেন। 

বাংলার সংবাদ/এস এম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর