শিরোনাম
নতুন উপদেষ্টারা যে দায়িত্ব পেলেন

অন্তর্বর্তী সরকারের নতুন তিনজন উপদেষ্টার শপথ গ্রহণ করেছেন। এদের মধ্যে মোস্তফা সরোয়ার ফারুকী পেয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, শেখ বশির উদ্দিনকে দেওয়া হয়েছে বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব। তবে দায়িত্ব এখনো পাননি মাহফুজ আলম।
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের নতুন তিনজন উপদেষ্টার শপথ গ্রহণের পর উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা হলো ২৪। এদিন নতুন উপদেষ্টাদের দপ্তর বন্টনের পাশাপাশি পুরোনো কয়েকজনের দায়িত্বেও রদবদল করা হয়েছে।
রদবদলের পর কে কোন মন্ত্রণালয় পেলেন
১. প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস: মন্ত্রিপরিষদ বিভাগ, সশস্ত্র বাহিনী বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়।
২. আসিফ নজরুল: আইন মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।
৩. এম সাখাওয়াত হোসেন: নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
৪. আলী ইমাম মজুমদার: খাদ্য মন্ত্রণালয়।
৫. হাসান আরিফ: ভূমি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়
৬. আসিফ মাহমুদ: যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়।
৭. সালেহ উদ্দিন আহমদ: অর্থ মন্ত্রণালয়।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর