বাজারে সিন্ডিকেটকারীরা দেশপ্রেমিক হতে পারে না : ধর্ম উপদেষ্টা

বাজারে সিন্ডিকেটকারীরা কখনো দেশপ্রেমিক হতে পারে না বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
মঙ্গলবার আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে বিজয় দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
ধর্ম উপদেষ্টা বলেন, আগের সরকারের আমলে অনিয়ম হয়েছিল, কিন্তু বর্তমানে যারা চেয়ারে বসে আছেন, তারা বেশিদিন থাকতে পারবেন না। দেশকে দেউলিয়া করার প্রয়াস যারা চালাচ্ছে, কোটি কোটি টাকা যারা লুট করছে এবং বাজারে সিন্ডিকেট তৈরি করছে, তারা কখনো দেশপ্রেমিক হতে পারে না।
তাবলিগ-জামায়াতের দুই গ্রুপের চলমান সমস্যার বিষয়ে তিনি বলেন, এই সমস্যার সমাধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। ধর্ম মন্ত্রণালয়ের নয়। ইতোমধ্যে কয়েকটি মন্ত্রণালয় তাদের সঙ্গে আলোচনা করেছে। প্রয়োজনে আরও আলোচনা করা হবে।
অতীতের সঙ্গে স্বাধীন বাংলাদেশের বর্তমান অবস্থার তুলনা টেনে খালিদ হোসেন বলেন, ১৯৫৪ থেকে ১৯৭০ পর্যন্ত ইয়াহিয়া বা আইয়ুব খানের আমলে কোনো নির্বাচনে কারচুপি হয়নি। কিন্তু গত ১৫ বছরের নির্বাচনগুলো ছিল স্পষ্টত প্রহসন।
আলোচনা সভায় দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও আর্থ-সামাজিক উন্নয়নে সঠিক দিকনির্দেশনা গ্রহণের প্রয়োজনীয়তার ওপর জোর দেন ধর্ম উপদেষ্টা।