ব্রাহ্মণবাড়িয়ায় অষ্টমী স্নান

প্রতি বছরের ন্যায় এবারো চৈত্র মাসের শুক্ল পক্ষের অষ্টমী তিথিতে শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদে স্নান অনুষ্ঠিত হয়েছে। তিতাস নদের পৌর এলাকার গোকর্ণঘাটে ও মেঘনা নদীর সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের আজবপুর এলাকায় এ স্নান অনুষ্ঠিত হয়। এতে হাজারো পুর্ণ্যার্থী অংশ নেন। স্নানকে কেন্দ্র করে বসে মেলা।
গোকর্ণঘাটে তিতাস নদে স্নান শেষে মিঠুন দাস নামে এক ভক্ত জানান, এই সময়টাতে গঙ্গার জলে স্নান করলে আমাদের পাপ মোচন হবে, সে বিশ্বাস থেকে এসেছে। স্নান শেষে জীব ও জাতির মঙ্গল কামনা করে প্রার্থণা করা হয়।
সম্পা শীল নামে অপর ভক্ত বলেন, ‘এখানে প্রতি বছর গঙ্গা স্নান হয়। অনেক ভক্ত এখানে স্নান করতে আসেন। আমরাও স্নান করেছি পূণ্য লাভের জন্য। আমরা জীব ও জাতির শান্তি কামনায় প্রতি বছরই গঙ্গাস্নানে অংশ গ্রহন করি। এবারো করেছি।’
স্নান পরিচালনা কমিটির সদস্য খোকন কান্তি আচার্য জানান, নদীর পবিত্র জলে গঙ্গা স্নানের মধ্য দিয়ে জড়োদেহে জানা অজানা পাপ মোচন হয়। এই গঙ্গা স্নানের মধ্য দিয়ে নিজের জন্য পরিবারের জন্য মঙ্গল কামনা করা হয়। পাশপাশি দেশ ও জাতির কল্যাণের জন্যেও বিশেষ প্রার্থনা করেছেন ভক্তরা।