রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
মাদারীপুরে শ্রমিকদল নেতা শাকিল মুন্সী হত্যার আসামীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে সাংবাদ সম্মেলন অনুষ্ঠিত কুমিল্লা-সিলেট মহাসড়কের কসবায় বাস-ট্রাক মুখোমুখির সংঘর্ষে নিহত -০২ রিমান্ড শেষে কারাগারে ব্যারিস্টার তুরিন আফরোজ ১২০ মেট্রিক টন ত্রাণ সামগ্রী নিয়ে নৌবাহিনীর জাহাজ ইয়াঙ্গুনে পৌঁছেছে  ৯০ হাজার ভুয়া মুক্তিযোদ্ধার অভিযোগ তদন্তের জন্য ডাটা এন্ট্রি চলছে : মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা    ভারতের বি এস এফ এর হাতে বাংলাদেশী যুবকের মৃত্যু, ইছামতি নদীতে ভেসে উঠলো লাশ আওয়ামী লীগের বিচার ও প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে। বাবা হওয়ার মাত্র ২২ দিনের মাথায় শহীদ হন শান্ত শেরপুরের গজনী পর্যটন কেন্দ্রের মিনি চিড়িয়াখানায় অভিযান, ৭ প্রজাতির ১৭টি বন্যপ্রাণী উদ্ধার ও অবমুক্ত। অর্থের বিনিময়ে কনস্টেবল নিয়োগের নামে প্রতারনা: বিজিবি সদস্যসহ দুই প্রতারক গ্রেফতার

কুমিল্লা-সিলেট মহাসড়কের কসবায় বাস-ট্রাক মুখোমুখির সংঘর্ষে নিহত -০২

দেলোয়ার হোসাইন মাহদী (ব্রা‏হ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
কুমিল্লা-সিলেট মহাসড়কের কসবায় বাস-ট্রাক মুখোমুখির সংঘর্ষে নিহত -০২
কুমিল্লা-সিলেট মহাসড়কের কসবায় বাস-ট্রাক মুখোমুখির সংঘর্ষে নিহত -০২

কুমিল্লা-সিলেট মহাসড়কের কসবা উপজেলার শান্তিপুর এলাকায় সিয়াম পরিবহনের যাত্রীবাহী বাস ও কয়লা ভর্তি ট্রাকের মুখোমুখি সংর্ঘষে ট্রাকের চালক ও কয়লার মালিকসহ ২জন নিহত হয়েছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। 
নিহতদ্বয় হলেন, ট্রাক চালক ব্রা‏হ্মণবাড়িয়ার আশুগঞ্জের চরচারতলা এলাকার রহিজ মিয়ার ছেলে আকাশ মিয়া এবং ট্রাকের যাত্রী কয়লার মালিক কুমিল্লার কোম্পানীগঞ্জের আমির হোসেন। 
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা থেকে ছেড়ে আসা সিলেটগামী যাত্রীবাহি সিয়াম পরিবহনের একটি বাস এবং সিলেট থেকে আসা কুমিল্লা অভিমুখী কয়লা ভর্তি একটি ট্রাক কসবার শান্তিপুর এলাকায় মুখোমুখি সংর্ঘষ হলে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে। এতে কয়লার মালিক আমির হোসেন ঘটনাস্থলেই মারা যায়। ট্রাক চালক আকাশ মিয়া গুরুতর আহত হন। তাকে উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসকের পরামর্শে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া পথে সে মারা যায়। হাইওয়ে পুলিশ নিহত আমির হোসেনের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।  

এব্যপারে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মামুনুর রহমান বলেন, ট্রাক-বাস সংঘর্ষে ঘটনাস্থলেই একজন মারা গেছেন। অপর একজন ঢাকা নেয়ার পথে মারা যায়। একজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করে ট্রাক ও বাস জব্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর