একটু বৃষ্টি হলেই রাজৈরের প্রধান সড়কে জমে যায় হাটু পানি সৃষ্টি হয় জন দুর্ভোগের।

মাদারীপুর জেলার রাজৈর পৌরসভার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম রাস্তা হলো রাজৈর বাসষ্টান্ড থেকে বাজারের রাস্তা । কারন এই রাস্তার পাশেই রয়েছে, রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে, রাজৈর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, রাজৈর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, সহ আরো অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। অথচ কয়েক মিনিট বৃষ্টি হলেই এই রাস্তাটির বিভিন্ন জায়গায় পানি জমে যায়। পানি নিষ্কাশনের ব্যবস্থ্যা থাকলেও রাস্তার উপর ইট, বালুর ব্যবসা থাকার কারনে পানি নিষ্কাশনের জায়গা গুলো বন্ধ হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। বিশেষ করে এই বর্ষায় ভোগান্তি আরো বেশি বেড়ে যাবে বলে রাস্তার পাশের দোকানীরা মনে করে। গত এক বছর আগে যখন, এই রাস্তাটি পুনঃনির্মাণ করা হয় তখন পর্যাপ্ত ম্যানহোল নির্মাণ না করার কারনে রাস্তার উপর একটু বৃষ্টি হলেই হাটু পানি জমে যায়, আর দুর্ভোগ পোহাতে হয় সাধারন জনগনের। তাই সংশ্লিষ্ট পৌরসভা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করে রাস্তা দিয়ে হাটাচলা করা পথচারীদের দুর্ভোগের হাত থেকে রক্ষা করার জন্য। এবং জলাবদ্ধ এলাকায় যাতে করে বালুর ব্যবসা না করতে পারে তার একটা স্থায়ী সু-ব্যবস্থা নেয়া হোক। এখানকার স্থায়ী ব্যবসায়ীরা বাংলার সংবাদ প্রতিনিধিকে বলেন এখানে রাস্তার উপর বালু ব্যবসা বন্ধ করতে পারলেই রাস্তার এই জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পাবে এলাকাবাসী।