বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম
জুলাইয়ের মধ্যেই নির্বাচনের রোডম্যাপ বা অ্যাকশন প্ল্যান ঘোষণা করবে ইসি  বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে: প্রধান উপদেষ্টা ব্রাহ্মণবাড়িয়ায় সালিসে ধার্য করা জরিমানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত – ২০ ৬ দফা দাবিতে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের বিক্ষোভ বিক্ষোভের মধ্যেই সার্বিয়ায় নতুন সরকার ‘হুমকি ও ব্ল্যাকমেইল’ বন্ধ করতে হবে ওয়াশিংটনকে : বেইজিং ২০২৮ অলিম্পিকে ক্রিকেট ভেন্যুর নাম ঘোষণা দেশে বিদ্যমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি দিয়েছে বিএনপি ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৫৫৮ মামলা ফ্যাসিস্ট হাসিনার মোটিফ বানানোর কারিগরের বাড়ি পুড়িয়ে দিল দূর্বিত্তরা

বেগম জিয়া ও তারেক রহমান যেই সিদ্ধান্ত দেবে সেই অনুযায়ী কাজ করবো: হুমাম কাদের

এম. মতিন, রাঙ্গুনিয়া প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
বেগম জিয়া ও তারেক রহমান যেই সিদ্ধান্ত দেবে সেই অনুযায়ী কাজ করবো: হুমাম কাদের
বেগম জিয়া ও তারেক রহমান যেই সিদ্ধান্ত দেবে সেই অনুযায়ী কাজ করবো: হুমাম কাদের

বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, ‘সামনের নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ বিষয়ে অনেকে অনেক মতামত দিচ্ছেন। আমার কথা হচ্ছে, ১৬ বছর ধরে আমরা যতগুলো ভাই হারিয়েছি, সন্তান হারিয়েছি, আমাদের অনেক ভাই গুম হয়েছে, খুন হয়েছে, আমি আমার বাবা হারিয়েছি, এসবের বিচার যতদিন না হয়, ততদিন পর্যন্ত আমার মনে হয় আওয়ামী লীগকে মাঠে ফিরতে দেয়া উচিত হবে না।’

শুক্রবার (২০ মার্চ) বিকালে রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত দক্ষিণ রাঙ্গুনিয়া এম শাহ আলম চৌধুরী ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমাদের অনেক আত্মীয় স্বজন আওয়ামী লীগ করেন। যারা আওয়ামী লীগের সাথে আছে, তাদের সাথে আমাদের কোন সম্পর্ক নেই। অনেকেই সমর্থন করেন, তাদের মাফ করা যায়৷ কিন্তু তার আগে তাদের ক্ষমা চাইতে হবে। আওয়ামী লীগের মানুষরা যারা রাঙ্গুনিয়ায় আছে তারা ঘুমটা পরে লুকিয়ে আছে। শুনা যাচ্ছে এখনো রাতের আধারে তারা হামলা করছে বিএনপির নেতাকর্মীদের উপর। তার একটাই কারণ, আমাদের মন বড়, মোমবাতির আলো দিয়ে তাদের খুজছি না, তাদের বিরুদ্ধে আমরা মামলা করছি না। তবে তাদের সতর্ক করছি, তারা যদি ভালো না হয়ে যায়, মামলা আরও আসবে, হামলা এবার তারা করবে না, হামলা কোথা থেকে হবে সেটা আপনারা বুঝে নেন। আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে কাজ করতে চায়, রাজনীতি করতে চায়।’

চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির সদস্য লায়ন শওকত আলী নূরের সভাপতিত্বে ও হেলাল উদ্দিন আহমেদ ও আবুল হোসেন চৌধুরীর যৌথ সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক প্রফেসর মোহাম্মদ মহসিন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাড.কামাল হোসেন চৌধুরী, উত্তরজেলা যুবদলের সি: সহ-সভাপতি মো ইউসুফ চৌধুরী, জাহাঙ্গীর আলম চৌধুরী, পৌর বিএনপির সি: যুগ্ম আহবায়ক খোরশেদ আলম, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব হেলাল উদ্দিন শাহ, পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক এখতিয়ার হোসেন, সাবেক পৌর মেয়র নুরুল আমিন, মসিদ্দৌল্লাহ উত্তরজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ভিপি মো. আনছুর উদ্দিন, বিএনপি নেতা রফিকুল ইসলাম, ইউসুফ শিকদার, উপজেলা ছাত্রদলের আহবায়ক আবু বক্কর প্রমুখ।

হুম্মাম কাদের চৌধুরী বলেন, ‘আমাদের দলের মধ্যে কিছু মানুষ আছে, যারা উষ্কানি দিচ্ছে। আমাদের মধ্যেই কিছু কিছু মানুষ আছে, যারা অবৈধ কাজের সাথে জড়িয়ে যাচ্ছে, চাদাবাজির সাথে জড়িয়ে যাচ্ছে। তাদের সতর্ক করে বলছি, তারেক রহমান সাহেবের নির্দেশ, যারা এসব অবৈধ কাজের সাথে জড়িত থাকবে, তাদের দল থেকে বহিষ্কার করে দেয়া হবে। এখানে গ্রুপিং দেখা হবে না, সে আমার ঘরের মানুষ হলেও ছাড় দেয়া হবে না।’

আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘সবাই উত্তাল হয়ে গেছে নির্বাচন নিয়ে। এখনো কোন সিদ্ধান্ত হয়নি নির্বাচন কখন হবে। কিন্তু আমি নির্বাচন নিয়ে ব্যস্ত না৷ নির্বাচন যদি দশ বছর পরেও হয়, এই সামনের দশ বছর আমি আপনাদের পাশে থাকবো’।

‘২০০৮ সালের নির্বাচনে হাছান মাহমুদ বলেছিলো, তার মতো আমার বাবার কোন ডিগ্রি নেই। আমি তখন বলেছিলাম, আমার বাবা ৩৩ বছর রাঙ্গুনিয়া, রাউজান আর ফটিকছড়ির গোলামী করে ডিগ্রি নিয়েছেন তাদের থেকে। আমিও একই ডিগ্রি আপনাদের থেকে নেবো। সামনের নির্বাচনে বেগম জিয়া তারেক রহমান সাহেব যেই সিদ্ধান্ত দেবে সেই অনুযায়ী কাজ করবো’

শেষ ইচ্ছে রাঙ্গুনিয়ায় যেনো তার কবর দেয়া হয়। এই প্রসঙ্গে হুম্মাম কাদের চৌধুরী বলেন, আমার বাবার শেষ ইচ্ছে, রাঙ্গুনিয়াতে যেনো তার কবর দেয়া হয়। কিন্তু আওয়ামী লীগ তা করতে দেয়নি। আমার দাদা মরহুম ফজলুল কাদের চৌধুরীর একটা আত্মার সম্পর্ক ছিলো৷ রাঙ্গুনিয়াতে আমার বাবা বাড়ি করেছেন। আমি ওয়াদা করছি, সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবারের পারিবারিক কবরস্থান রাঙ্গুনিয়ার মাটিতেই হবে। এখন থেকে প্রতি ঈদ রাঙ্গুনিয়ার মানুষের সাথে করবো। আমার দুখের সময় আপনারা আমার পাশে ছিলেন, ভালো দিনেও আপনারা আমার পাশে আছেন। যতদিন বেচে আছি আমিও সুখে-দুখে রাঙ্গুনিয়ার মানুষের সাথে থাকবো৷”

এদিকে ইফতার মাহফিলে ঘিরে এলাকাজুড়ে উৎসব আমেজ দেখা গেছে। হাজারো মানুষের অংশগ্রহণে ইফতার মাহফিল জনসভায় রূপান্তরিত হয়ে যায়৷ শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ জাতির শান্তি সমৃদ্ধি কামনা করা হয়।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য বক্তব্য রাখেন, কামাল উদ্দীন মাস্টার, পারভেজ মোশাররফ, খোরশেদ আলম ফারুকী, জাহাঙ্গীর এলাহি, ইসমাঈল হোসেন শিকদার, মোহাম্মদ হারুন, মাসুদুল হক চৌধুরী, দিদারুল আলম, ইফতেখার হোসেন রুবেল, আরজু ইসলাম রানা, গিয়াস উদ্দিন, দেলোয়ার হোসেন, মো. সেলিম, ফরিদুল আলম, নিশাত শিকদার, আবুল বয়ান তালুকদার, নাসির উদ্দীন রক্সি, মুহাম্মদ মুসা, শাহাদাত হোসেন হেলেন, মো. সাবের হোসেন প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর