বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ময়মনসিংহ নান্দাইলে আজ ২৬ শে মার্চ রোজ বুধবার বিকাল ৪ ঘঠিকার সময় স্বাধীনতা দিবস উপলক্ষে নান্দাইল মধ্য বাজারে হতে একটি রেলি শুরু করে। নান্দাইলের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চন্ডীপাশা সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন বিগ্রেডিয়ার জেনারেল সামছুল ইসলাম সামছ সভাপতিত্ব করেন পৌরসভার ভারপ্রাপ্ত আহবায়ক নজরুল ইসলাম ফকির, সঞ্চালন করেন চান মিয়া তানিম,
পবিত্র কুরআন শরীফ তেলাওয়াত করেন
আব্দুল বাতেন। নান্দাইল উপজেলার ১২৬ টি ওয়ার্ডে গরিব ও দুস্ত মানুষের মাঝে চাউল, চিনি, ডাল, পেঁয়াজ, তৈল, সেমাই, ১ কেজি করে বিতরণ করা হয়। প্রধান অতিথি বক্তব্য দিতে গিয়ে বলেন জনগনের পাশে থেকে মানুষের সেবা করুণ। প্রতি হিংসার রাজনীতি বিএনপি করেনা। একটি মহল দেশে অশান্তি সৃষ্টি করার পায়তারা করে যাচ্ছে সকল ষড়যন্ত্র শক্ত হাতে মোকাবেলা করা হবে। ইফতার ও দোয়া মাহফিলে অসংখ্য লোকের সমাগম ঘটে। উপস্থিত ছিলেন নান্দাইল পৌরসভার জননন্দিত৷ সাবেক মেয়র আজিজুল ইসলাম পিকুল। সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মাষ্টার, বিএনপি নেতা বাবু পল্লব রায়, ময়মনসিংহ উওর জেলা যুবদলের সাধারণ সম্পাদক রবিউল করিম ভূঁইয়া বিপ্লব , যুবদল নেতা আকরাম হোসেন ফেরদৌস,যুবদল নেতা তুহিন, আসাদুজ্জামান আসাদ, আশিকুর রহমান আশিক, আনোয়ার হোসেন রাসেল,পৌর যুবদল নেতা এনামুল হাসান, বিল্লাল হোসেন, নান্দাইল উপজেলা ছাত্র দলের নেতা ফাহাদ খান, হাসান মাহমুদ রিদয়, পৌর ছাত্র দলের নেতা সাব্বির হাসান সাগর, শাহরাফ হোসেন দুর্জয় প্রমূখ।