অতিতে যারা শ্রমিকের নাম দিয়ে চাঁদাবাজী করেছে তাদের স্থান নাটোর জেলা শ্রমিক ইউনিয়নে হবেনা-নাটোরে দুলু

বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, অতিতে যারা শ্রমিকের নাম দিয়ে চাঁদাবাজী করেছে তাদের স্থান নাটোর জেলা শ্রমিক ইউনিয়নে হবেনা। সত্যিকার শ্রমিক যারা তারাই শ্রমিকদের নেতৃত্ব দিবে। শ্রমিকদের টাকা যেমন আওয়ামী লীগ নেতারা খেয়েছে সেই অবস্থা আর বাংলাদেশে হবেনা। যে সকল শ্রমিক মৃত্যুবরন করেছেন, পঙ্গুত্ব বরন করেছেন বা যারা আর কাজ করতে পারছেন না তাদের জন্য তাদের অর্থ খরচ করা হবে। তিনি আজ শনিবার দুপুরে শহরের বড়হরিশপুরে জেলা শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের আয়োজনে শ্রমিকদের অনুদান প্রদানকালে এসব কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ,জেলা শ্রমিক দলের সভাপতি আবু রায়হান ভুলু, জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম বুলবুল, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুল মজিদ সহ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে নাটোরের ১০০ জন মৃত্যুবরনকারী ডাইভার ও হেলপারের পরিবারের মাঝে সাড়ে ১২ হাজার টাকা করে ও বিবাহ কালীন ৪০০ জন শ্রমিকের মাঝে ৩ হাজার টাকা করে প্রদান করা হয়।
সিংকঃ- রুহুল কুদ্দুস তালুকদার দুলু,বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য।