ব্রাহ্মণবাড়িয়ায় চাকরি স্থায়ী করনের দাবিতে গ্যাসফিল্ডে কর্মরত নৈমিত্তিক শ্রমিকদের অবস্থান ধর্মঘট

ব্রাহ্মণবাড়িয়ায় চাকরি স্থায়ী করণের দাবীতে অবস্থান ধর্মঘট করেছে বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানির লিমিটেডের নৈমিত্তিক (আউটসোর্সিং) শ্রমিকরা।
রবিবার সকাল থেকে কুমিল্লা-সিলেট সহাসড়কের বিরাসার এলাকায় বিজিএফসিএল এর প্রধান কার্যলয়ের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এসময় শ্রমিকরা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতির ঘোষনা দেন।
এতে বক্তব্য রাখেন, গ্যাসফিল্ডে কর্মরত শ্রমিক মোঃ মিলন মিয়া, এমডি হিরু, মাহবুব মিয়া, রিতা আক্তার, গীতা রাণী, মোঃ আনিছুর রহমান প্রমুখ। এসময় বক্তরা বলেন, দীর্ঘদিন যাবত নিষ্ঠার সাথে কাজ করলেও তাদের চাকরি স্থায়ী হয়নি। বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিল করে তাদের বিভিন্ন স্থানে চাকরি স্থায়ী করনের দাবি জানান বক্তারা।
এসময় তারা আরো জানান, বিজিএফসিএল এর আওতাধীন পেট্রো বাংলার ১৪ কোম্পানীতে প্রায় ৫শত শ্রমিক প্রতিদিন ৫শত টাকা হাজিরা ভিত্তিক কাজ করে যাচ্ছেন। এতে পরিবার পরিজন নিয়ে তাদের কষ্টে দিনকাটাতে হচ্ছে। বক্তারা, ঠিকাদারের মাধ্যমে কর্মরত না থেকে সরাসরি কোম্পানির মাধ্যমে কাজ করার দাবি জানান।