চাকরির ২০ বছরের অভিজ্ঞতা বিনিময়

চাকরির দুই দশক অর্থাৎ ২০ বছর পুর্তি হয়েছে। তাইতো একসঙ্গে মিলিত হলো স্বাস্থ্য সহকারি হিসেবে নিয়োগপ্রাপ্তরা। নিজেদের মধ্যে অভিজ্ঞতার বিনিময় হলো। তুলে ধরলেন চাকরি জীবনের ভালো-মন্দের নানা দিক। নিজেদের মধ্যে আলোচনায় এগিয়ে যাওয়ার দৃঢ় সংকল্পও করলেন সবাই।
আয়োজনটি ব্রাহ্মণবাড়িয়ায়। ২০০৪ সালে নিয়োগপ্রাপ্তদের এমন পুনর্মিলনী হয় মঙ্গলবার। সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান চলে। এ সময় অনেককে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় ও কুপনের ড্র অনুষ্ঠিত হয়।
সকালে স্বাস্থ্য সহকারিদের র্যালি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপরই শুরু হয় নিজেদের মধ্যে অনুভুতি ব্যক্ত করা। এ সময় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ হেলথ অ্যাসিসটেন্ট অ্যাসোসিয়েশ চট্টগ্রাম বিভাগের সভাপতি মো. ফজলুল হক চৌধুরী। দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন মো. নোমান মিয়া। সভাপতিত্ব করেন হেলথ অ্যাসিস