মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসার মাধ্যমে জীবন বদলে ফেলার ওপর জোর দিলেন প্রধান উপদেষ্টা মুরাদনগরের ৭ হাজার কৃষকের মাঝে আউশ ধানের উন্নত জাতের বীজ ও রাসায়নিক সার বিতরণ নবীনগরে বৈশাখী মেলায় নানার বাড়ি বেড়াতে এসে ট্রাকচাপায় শিশু নিহত স্মার্টস্ক্রিনে বন্দী জীবন, মানুষ হারাচ্ছে মানুষকে কক্সবাজার জেলার টেকনাফে অপহরণকারীদের সঙ্গে যৌথবাহিনীর গোলাগুলি, গুলিবিদ্ধ-১ আখাউড়া থেকে ২০১ বোতল ফেনসিডিলসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯ চরফ্যাশনে মায়াদন ব্রিজের নিচে নদীতে ভাসছিল বৃদ্ধার মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামীলীগের ২ নেতা গ্রেফতার   ট্রেন থেকে ৯ লাখ টাকার ভারতীয় আতশবাজি উদ্ধার  বড়াইগ্রামে চাঞ্চল্যকর জুঁই হত্যা মামলায় পাঁচ কিশোর গ্রেফতার!

মুরাদনগরের ৭ হাজার কৃষকের মাঝে আউশ ধানের উন্নত জাতের বীজ ও রাসায়নিক সার বিতরণ

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
মুরাদনগরের ৭ হাজার কৃষকের মাঝে আউশ ধানের উন্নত জাতের বীজ ও রাসায়নিক সার বিতরণ
মুরাদনগরের ৭ হাজার কৃষকের মাঝে আউশ ধানের উন্নত জাতের বীজ ও রাসায়নিক সার বিতরণ

কৃষি উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে দেশের প্রতিটি অঞ্চলে সরকার বিভিন্ন প্রণোদনা কর্মসূচি গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় কুমিল্লার মুরাদনগর উপজেলায় কৃষকদের কৃষি উৎপাদনে উদ্বুদ্ধ করতে ও তাদের উৎপাদন খরচ কমাতে ২০২৪-২৫ অর্থবছরের খরিপ-১ মৌসুমে বিনামূল্যে আউশ ধানের উন্নত জাতের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে মুরাদনগর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলার ২২টি ইউনিয়নের ৭ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে এই বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রণোদনা কর্মসূচির আওতায় প্রতিটি কৃষককে ১ বিঘা জমিতে আউশ ধানের চাষাবাদের জন্য ৫ কেজি উচ্চ ফলনশীল জাতের ধানবীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।

বীজ ও সার বিতরণ কার্যক্রম উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খাঁন পাপ্পু। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খাঁন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, শিক্ষক ও সাংবাদিক বেলাল উদ্দিন আহাম্মদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কৃষক প্রতিনিধিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকার কৃষিখাতে যেভাবে প্রণোদনা দিয়ে কৃষকদের পাশে দাঁড়িয়েছে, তা কৃষি নির্ভর অর্থনীতির জন্য অত্যন্ত ইতিবাচক। বিশেষ করে আউশ মৌসুমে এই ধরনের সহায়তা কৃষকদের আস্থা বাড়াবে এবং ফলনের পরিমাণ বৃদ্ধি পাবে। বক্তারা আরও বলেন, কৃষকরা যদি সরকারি নির্দেশনা অনুযায়ী আধুনিক পদ্ধতিতে আবাদ করে এবং যথাযথ পরিচর্যা করে, তবে চলতি মৌসুমে আউশ ধানের ভালো ফলন পাওয়া সম্ভব।

উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খাঁন পাপ্পু জানান, এ ধরনের প্রণোদনার মূল লক্ষ্য হচ্ছে কৃষকদের উৎসাহ দেওয়া এবং আউশ মৌসুমে ফসলের উৎপাদন বাড়ানো। তিনি বলেন, কৃষকদের মধ্যে যারা প্রকৃত চাষি এবং সরকারের দেওয়া নির্দেশনা অনুযায়ী চাষাবাদ করে থাকেন, তারাই এই সহায়তার জন্য বাছাই করা হয়েছে।

এ সময় স্থানীয় কৃষকরাও সরকারের এই সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং বলেন, বর্তমান সময়ে কৃষি উপকরণের দাম যেভাবে বেড়েছে, সেখানে এই প্রণোদনা তাদের অনেকটাই স্বস্তি এনে দেবে। তারা জানান, এই বীজ ও সার ব্যবহারের মাধ্যমে তারা আশা করছেন ভালো ফলন হবে এবং পরিবারে আর্থিক স্বচ্ছলতা আসবে।

শেষে অতিথিরা বীজ ও সার বিতরণ কার্যক্রম ঘুরে দেখেন এবং কৃষকদের সঙ্গে কথা বলেন। তারা কৃষকদের আধুনিক চাষাবাদ পদ্ধতির বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান।

সরকারি এই সহায়তা কৃষকদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে, যা মুরাদনগরের কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর