বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
আগামীকাল লন্ডনে বৈঠক করবে ইউক্রেনের মিত্ররা কাতারের আমিরের মায়ের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পঞ্চগড়ে গিনি হাউস জুয়েলার্স থেকে ৫০ ভরি স্বর্ণালংকার চুরি সন্দ্বীপে ফেরি সার্ভিস বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ ময়মনসিংহ মেডিকেলে র্যাবের অভিযানে এক নারীসহ ১৪ দালালকে আটক ও জরিমানা ময়মনসিংহ মেডিকেলে র‍্যাবের অভিযানে এক নারীসহ ১৪ দালালকে আটক ও জরিমানা আত্রাইয়ে কেমিস্টস্ এন্ড ড্র্যাগিস্টস্ সমিতি ঔষধ ও কসমেটিকস আইন বিষয়ক সচেতনতামূলক সভা আত্রাইয়ে কেমিস্টস্ এন্ড ড্র্যাগিস্টস্ সমিতি ঔষধ ও কসমেটিকস আইন বিষয়ক সচেতনতামূলক সভা মেঘনা গ্রুপ সাংবাদিকদের কণ্ঠরোধের জন্য তৎপরতা চালাচ্ছে : ময়মনসিংহে মানববন্ধনে বক্তারা মেঘনা গ্রুপ সাংবাদিকদের কণ্ঠরোধের জন্য তৎপরতা চালাচ্ছে : ময়মনসিংহে মানববন্ধনে বক্তারা

চাটমোহর ৩০ বস্তা সরকারি চাউলসহ কৃষকদল নেতা আটক

আশরাফুল ইসলাম চাটমোহর পাবনা প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
চাটমোহর ৩০ বস্তা সরকারি চাউলসহ কৃষকদল নেতা আটক
চাটমোহর ৩০ বস্তা সরকারি চাউলসহ কৃষকদল নেতা আটক

ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন কৃষকদল নেতা সেলিম রেজার দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে জাতীয়তাবাদী কৃষকদল থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে জাতীয়তাবাদী কৃষকদল উপজেলা শাখার সভাপতি আখিরুজ্জামান মাসুম ও সাধারণ সম্পাদক আব্দুল মালেক স্বাক্ষরিত একপ্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

অষ্টমনিষা ইউনিয়ন শাখার কৃষকদলের আহ্বায়ক সেলিম রেজা চাটমোহর উপজেলায় সরকারি ৩০ বস্তা ওএমএস এর চাউল আটক করা হলে তিনি নিজেকে এসব দলের আহ্বায়ক পরিচয় দিয়ে চাউল গুলো নিয়ে যাওয়ার চেষ্টা করে। এলাকাবাসী বাধা দিলে দলীয় উচ্চপদস্থ অনেক নেতা, ভাঙ্গুরা উপজেলার কয়েকজন সাংবাদিক কে দিয়ে চাটমোহর উপজেলার সাধারণ মানুষ ও সাংবাদিকদের ম্যানেজ করার চেষ্টা করেন। কিন্তু তাতে কোন কাজ না হওয়ায় তিনি চাউল রেখে আত্মগোপনে চলে যান ।

বিষয়টি দৈনিক চলনবিল এর ফেসবুক পেজ সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে যাচাই অন্তে সেখানে অষ্টমনিষা ইউনিয়ন শাখার কৃষকদলের আহ্বায়ক সেলিম রেজার সংশ্লিষ্টতা পাওয়া ভাঙ্গুরা উপজেলা কৃষক দল।

জানা গেছে, সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির ৩০ বস্তা চাউল অষ্টমনিষা থেকে অটো ভ্যান যোগে নিয়ে যাওয়ার পথে চাটমোহরের নতুন বাজার এলাকায় সাধারণ জনতা সরকারি সীলমোহর যুক্ত বস্তায় ওই চাউলসহ অটো ভ্যানকে আটক করে উপজেলা নির্বাহী অফিসার কে খবর দেন। খবর পেয়ে চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী ঘটনাস্থলে হাজির হলে চাউল রেখে ওই কৃষকদল নেতা পালিয়ে যান। পরে তিনি চাউলগুলি সাধারণ জনতার মধ্যে বিক্রি করে সরকারি ফান্ডে টাকা জমা করেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে জেলা কৃষকদলের সভাপতি আবুল হাসেম ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আফিপ এর সিধান্ত মোতাবেক ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন কৃষকদল নেতা সেলিম রেজাকে বহিষ্কার হয়।

দলীয় কর্মকাণ্ড থেকে বহিষ্কারের বিষয়ে ভাঙ্গুড়া উপজেলা কৃষকদলের সভাপতি আখিরুজ্জামান মাসুম বলেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে অষ্টমনিষা ইউনিয়ন কৃষকদলের আহবায়ক সেলিম রেজা কে বহিষ্কার করা হয়েছে। সেই সঙ্গে চাউল সংক্রান্ত ঘটনার বিষয়ে দলের আরো কেউ জড়িত আছে কিনা তা জানতে সঠিক তদন্ত করতে পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর