শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৬:১৪ পূর্বাহ্ন

ঈদের ছুটিতেও থেমে ছিল না সেবা: মুরাদনগরের তিনটি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে ৬টি শিশুর জন্ম

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
ঈদের ছুটিতেও থেমে ছিল না সেবা: মুরাদনগরের তিনটি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে ৬টি শিশুর জন্ম
ঈদের ছুটিতেও থেমে ছিল না সেবা: মুরাদনগরের তিনটি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে ৬টি শিশুর জন্ম

পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতেও কুমিল্লার মুরাদনগর উপজেলার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে সেবা কার্যক্রম অব্যাহত ছিল। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনায় ঈদের ছুটির মধ্যেও উপজেলার ২২টি ইউনিয়নের সবকটি কেন্দ্রে জরুরি স্বাস্থ্যসেবা চালু রাখা হয়

সূত্রে জানা গেছে, ২৮ মার্চ থেকে শুরু হওয়া ঈদের ছুটির মধ্যে গর্ভকালীন সেবা, প্রসব ও প্রসব-পরবর্তী সেবা, সাধারণ চিকিৎসা এবং কিশোর-কিশোরী বিষয়ক সেবাসহ প্রয়োজনীয় সকল সেবা চালু ছিল। এর পাশাপাশি তিনটি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে ৬টি শিশুর স্বাভাবিক প্রসব সম্পন্ন হয়েছে।

বিশেষভাবে, দারোরা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে ৩টি, কামাল্লা ইউনিয়নে ২টি এবং পাহাড়পুর ইউনিয়নে ১টি স্বাভাবিক ডেলিভারি সম্পন্ন হয়। প্রতিটি কেন্দ্রে সম্পূর্ণ বিনামূল্যে এই সেবা প্রদান করা হয় এবং সেবা গ্রহণকারীরা সন্তোষ প্রকাশ করেন।

মুরাদনগর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সানজিদা হায়দার নূপুর জানান, “উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আমরা ঈদের ছুটিতেও সেবা নিশ্চিত করেছি। মা ও শিশু যাতে সার্বক্ষণিক সেবা পায়, সেটিই আমাদের লক্ষ্য। আমাদের টিমের সবাই আন্তরিকভাবে কাজ করেছেন, কারণ সবার ঊর্ধ্বে মানবসেবা।”

তিনি আরও বলেন, “ঈদের আনন্দের সময়টায় যারা পরিবার থেকে দূরে থেকে মানুষের সেবা দিয়ে যাচ্ছেন, তারা আমাদের পরিবার পরিকল্পনা বিভাগের প্রকৃত যোদ্ধা। এমন একটি টিমের সদস্য হতে পেরে আমি সত্যিই গর্বিত।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর