দাখিল ২০২৫ ইং পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আসন্ন দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় ও সিয়াম সাধনার মহিমায় উজ্জীবিত হয়ে আন নূর শিক্ষা পরিবার-এর উদ্যোগে এক দোয়া অনুষ্ঠান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা জালাল উদ্দিন ব্যবস্থাপনা পরিচালক আব্দুল ওয়াহাব আরো উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার পরিচালক মাওলানা নাসির উদ্দিন সহ শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা জালাল উদ্দিন যিনি পরীক্ষার্থীদের জন্য বিশেষ মোনাজাত করেন। তিনি বলেন, “পরীক্ষা শুধু বিদ্যার মূল্যায়ন নয়, এটি এক ধরনের আত্মউন্নয়নও। সঠিক প্রস্তুতি ও আল্লাহর রহমত থাকলে সফলতা নিশ্চিত।”
অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষ থেকে পরীক্ষার্থীদের মানসিকভাবে প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয় এবং আত্মবিশ্বাস ধরে রেখে পরীক্ষার জন্য প্রস্তুত হতে উৎসাহিত করা হয়।
দোয়া শেষে ইফতার পরিবেশন করা হয়, যেখানে শিক্ষার্থীরা একসঙ্গে মিলিত হয়ে আত্মিক শান্তি ও ভ্রাতৃত্ববোধ উপভোগ করে।
উক্ত আয়োজনের মাধ্যমে পরীক্ষার্থীদের মানসিক শক্তি বৃদ্ধি পাবে বলে আয়োজকরা আশাবাদী।