ঢাকা থেকে নিখোঁজ স্কুলছাত্রী সুবার সন্ধান মিলেছে

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে নিখোঁজ হওয়া ১১ বছরের আরাবি ইসলাম সুবার সন্ধান মিলেছে নওগাঁয়। এরপর মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ষষ্ট শ্রেণির এই শিক্ষার্থী তার বাবা ইমরান রাজিবের সঙ্গে কথা বলেছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি বিকেল ৪টার দিকে খবরের কাগজকে এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার মো. ইবনে মিজান।
তিনি বলেন, ‘সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ এবং যে ছেলেটির সঙ্গে তাকে দেখা গিয়েছিল তার মোবাইল ফোনের সূত্র ধরে সুবার অবস্থান নিশ্চিত হওয়া গেছে। সুবা বর্তমানে নওগাঁ সদরে ওই ছেলেটির বাসাতেই আছে। অবস্থান নিশ্চিত হওয়ার পর নওগাঁ পুলিশের সহায়তা নেওয়া হচ্ছে। এ ছাড়া সুবা আড়াইটার দিকে তার বাবার সঙ্গেও মুঠোফোনে কথা বলেছে।’
তিনি আরও বলেন, ‘আপাতত মেয়েটি বিপদমুক্ত বলে ধরে নিচ্ছি। তবে কীভাবে, কেন এ ঘটনা ঘটেছে সেটা সুবাকে আমরা হাতে পাওয়ার পর জানতে পারব।’
এর আগে গত রবিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ফুফাতো ভাইয়ের সঙ্গে বাসা থেকে বের হয় সুবা। এরপর রাস্তা পার হতে গিয়ে নিখোঁজ হয়। ওই এলাকার সিসি ক্যামেরার ফুটেজে সুবাকে মোহাম্মদপুরের টোকিও স্কয়ারের সামনে তার ফুফাতো ভাই ও আরও এক যুবকের সঙ্গে হাঁটতে দেখা গেছে। সুবা বরিশালের একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া বলেন, যে ছেলেটির সঙ্গে দেখা গেছে তার সঙ্গে সুবার সম্পর্ক ছিল বলে মেয়েটির পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছে। পুলিশের ধারণা, সেই সম্পর্কের জের ধরে ছেলেটির সঙ্গে সুবা চলে যায়।
সুবার বাবা ইমরান রাজিব জানান, তার স্ত্রীর ক্যানসারের চিকিৎসার জন্য দুই মাস ধরে তিনি ঢাকায় বোনের বাড়িতে আছেন। গত রবিবার সন্ধ্যায় তার কিশোর ভাগ্নের (সুবার ফুফাতো ভাই) সঙ্গে বাইরে বের হয় সুবা। রাস্তা পার হওয়ার সময় ফুফাতো ভাই কিছুটা সামনে এগিয়ে যায়। পরে সে পেছনে ফিরে দেখে সুবা নেই। এ ঘটনার পর আদাবর থানায় জিডি করেন রাজিব।