শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম
শিবগঞ্জে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধের পর বিমানের কার্গো সক্ষমতা বৃদ্ধি করছে বাংলাদেশ চুনারুঘাট উপজেলায় দিনেদুপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা কোটি টাকার ইয়াবা লুট করেছে কক্সবাজারে,নৈপথ্যে ছদ্মবেশী রবিউল! আওয়ামী লীগের ঝটিকা মিছিলের বিরুদ্ধে পুলিশের নিষ্ক্রিয়তা পেলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা শহীদ মুজাহিদের মা-বাবা অন্তর্বর্তীকালীন সরকার দেশের ইতিহাসে ‘সেরা নির্বাচন’ আয়োজন করবে : প্রধান উপদেষ্টা বাজার পরিষ্কার পরিছন্নতা ও ড্রেনের কাজ চলমান মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতাল থেকে চুরি হয়ে গেছে ৬ মাসের শিশু বাচ্চা স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী: পুটি মাছ কাটা নিয়ে দ্বন্দ্বে প্রাণ গেল মৌসুমীর

পুঠিয়ায় দেড় বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা

মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
পুঠিয়ায় দেড় বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা
পুঠিয়ায় দেড় বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা

রাজশাহীর পুঠিয়ায় মাত্র দেড় বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক বৃদ্ধার বিরুদ্ধে। গ্রেফতারকৃত ওই ব্যক্তি উপজেলার জিউপাড়া ইউনিয়নের মধুখালী গ্রামের মৃত, সইমুদ্দিনের ছেলে আব্দুর রশিদ (৫৫)। ১৭ মার্চ দুপুর ১ টার দিকে ওই ঘটনা ঘটে। জানা যায়, অভিযুক্ত আব্দুর রশিদ, দেড় বছর বয়সী ওই শিশুর সম্পর্কে প্রতিবেশী ও আত্মীয় হয়। সারেজমিনে গিয়ে এলাকাবাসী আরো জানা যায় অভিযুক্ত আব্দুর রশিদ তিনি এর আগে বেশ কয়েকবার তার নিজ এলাকা ও পার্শ্ববর্তী এলাকার গরু, ছাগল এমনকি কুকুরের সঙ্গেও শারীরিক যৌন চাহিদা মিটিয়েছেন বলে অনেকেই বলছেন। ওই ঘটনায় এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে।

এলাকা বাসিন্দা আরো বলেন,অভিযুক্ত আব্দুর রশিদের প্রতিবেশী জোসনা বেগম সহ একাধিক ব্যক্তি বলেন, আব্দুর রশিদের স্বভাব চরিত্র খুবই খারাপ এর আগে পার্শ্ববর্তী সৈয়দপুর গ্রামে গরুর সাথে এই ধরনের ঘটনা ঘটিয়ে জুতার মালা গলায় দিয়ে এলাকায় ঘুরেছে। এছাড়াও মানুষের নানান রকম জিনিসপাতি চুরি করে ঐ ব্যক্তি।

ভুক্তভোগী শিশুর দাদী বলেন, বাচ্চাটা খেলতে খেলতে ওর বাসায় চলে গেছে আমি বুঝতে পারিনি। চারদিকে আমি খোঁজাখুঁজি করছিলাম। হঠাৎ রশিদের বাসায় কেঁদে উঠলে সেখানে গিয়ে দরজা ধাক্কা দিয়ে খুলে ভিতরে গিয়ে দেখি আমার নাতনির প্যান্ট খোলা এবং রশিদ উলঙ্গ অবস্থায় ঘরের মধ্যে। বাচ্চাটা কান্না না করলে হয়তো আজ সে মারা যেত। অপরদিকে ওই শিশুটির মা তিনি বলেন, আমি আমার বড় মেয়েকে চিকিৎসার জন্য নাটোরে গিয়েছিলাম। সেখান থেকে এসে শুনছি এই ঘটনা। আমার শাশুড়ি রশিদের ভাতিজার বউ এর কাছে ওই অবস্থায় নিয়ে গিয়ে সবকিছু দেখিয়েছেন এবং বলেছেন কেউ যেন ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটানোর আর সাহস না পায় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে বিশেষ আবেদন রইল। ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।

এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, থানায় একটি ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত থেকে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর