শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
অপেক্ষা বাড়ল বাংলাদেশের; বিশ্বকাপ নিশ্চিত পাকিস্তানের মাগুরা মেডিকেল কলেজ বন্ধের গুজব উড়িয়ে দিলেন শফিকুল আলম শাহজাদপুরে সশস্ত্র সন্ত্রাসী হামলা চালিয়ে তিন ব্যবসায়ীকে হত্যার চেষ্টা ও জমি দখলের পায়তারা। নোয়াখালীতে থানা থেকে লুট হওয়া গ্যাস গান উদ্ধার যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৩৯০ জন আটক  বিডিআর হত্যাকাণ্ডবিষয়ক তথ্য চেয়ে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের গণবিজ্ঞপ্তি পার্বত্য উপদেষ্টার সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতসহ চার বিদেশি প্রতিনিধির সাক্ষাৎ  প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কাতারে যাচ্ছেন চার নারী ক্রীড়াবিদ ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে অটো ও ইজিবাইক চলাচলে টোল ফ্রি সুবিধা জুলাই-মার্চ মাসে তৈরি পোশাক রপ্তানি বেড়েছে ১০.৮৪ শতাংশ

ফেসবুক পেজে অশ্লীলতা প্রমোট করার অভিযোগে মানববন্ধন

অনলাইন ডেক্স
প্রকাশিত হয়েছে : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
ফেসবুক পেজে অশ্লীলতা প্রমোট করার অভিযোগে মানববন্ধন । সংগৃহীত ছবি

ক্রাশ অ্যান্ড কনফেশান পেজের নামে অনলাইনে নারী শিক্ষার্থীদের বুলিংয়ের অভিযোগ তুলেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কিছু শিক্ষার্থী।

ঘটনার বিচার চেয়ে শনিবার দুপুর সাড়ে ১২টায় চবির বুদ্ধিজীবী চত্বরে বিআরএফ ইয়ুথ ক্লাবের ব্যানারে মানববন্ধন করেছেন তারা।

শিক্ষার্থীদের দাবি, অনুমতি ছাড়া শিক্ষার্থীদের ছবি তুলে তা পোস্ট করা হচ্ছে এসব ফেসবুক পেজে। এছাড়া ছবির সঙ্গে বিভিন্ন রসাত্মক কথাবার্তা জুড়ে দেওয়ায় বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন অনেকে।

সংগঠনটির চবি শাখার সভাপতি অন্তর সফিউল্লাহ বলেন, বিনা অনুমতিতে কারো ব্যক্তিগত ছবি তোলা গোপনীয়তার অধিকার লঙ্ঘন এবং আইনত অপরাধ। ব্যক্তির মনের অভিব্যক্তি প্রকাশ করার স্বাধীনতা আছে। তবে অন্যের স্বাধীনতা হরণ করে পার্সোনাল স্পেসে প্রবেশ করে, তা নিয়ে তামাশা করার অধিকার নেই। এসব ফেসবুক পেজে আমাদের মেয়েদের বুলিং করার পাশাপাশি অশ্লীলতা প্রমোট করা হচ্ছে।

চবি সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী নওশিন নাওয়াল ফাতিমা বলেন, ক্রাশ অ্যান্ড কনফেশান পেজগুলো ক্রিমিনাল অ্যাক্টিভিজম করার উন্মুক্ত প্ল্যাটফর্ম। এই কাজ যে করে এবং যে সহায়তা করে উভয়ই সমান অপরাধী। ক্যাম্পাসে এবং শাটল ট্রেনে কিছু শ্রেণির মানুষ প্রায়ই এই দৃষ্টিকটু কাজটি করে বেড়ায়। কাউকে পছন্দ হলে সেটা জানানোর স্বাধীনতা আছে। কিন্তু নিজের পরিচয় গোপন করে অন্যের যেমন-তেমন ছবি তুলে, এভাবে হয়রানি করার অধিকার কারো নেই। সচেতন ব্যক্তিরা এসব করতে মানা করেন। তবে কিছু জাহেল ভিকটিমকে মেনশন দিয়ে রকমারি রসাত্মক কমেন্ট করে।

শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী সাকিব আহমেদ বলেন, এই পেজগুলো ব্যক্তি স্বাধীনতা হরণ করছে। গ্রামীণ জনপদ থেকে উঠে আসা মেয়েদের নিরাপত্তাহীনতায় ভোগাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর