শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম
সারাদেশে সাংবাদিকদের উপর হামলা-মামলার প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালিত মুরাদনগরে এসএসসি পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ১৫৩ জন পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন, প্রশাসনের কঠোর নজরদারি আবেদন না করেই রাজউকের প্লট পান শেখ রেহানা পরিবার রাঙ্গুনিয়ায় এবার লেবু চাষীকে গুলি করে হত্যা করলো সন্ত্রাসীরা, গুলিবিদ্ধ ৩ ভোলা মেঘনা-তেঁতুলিয়ার জাটকা সংরক্ষণ অভিযান ‘বাংলাদেশ ব্যবসার জন্য সেরা জায়গা’- প্রধান উপদেষ্টা শেরপুরে এএসআই ও শিক্ষিকা দম্পতির বিরুদ্ধে মিথ্যা মামলা ও সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন। ওবায়দুল কাদেরসহ ১০ জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ পাল্টা শুল্ক স্থগিত করায় ট্রাম্পকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ প্লট জালিয়াতি: শেখ হাসিনা-পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

অটোরিকশার গ্যারেজে আগুনে পুড়লো ৩৪ যানবাহন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

চট্টগ্রামের কর্ণফুলীতে অটোরিকশার গ্যারেজে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে গ্যারেজে থাকা ৩০টি অটোরিকশা, একটি মোটরসাইকেল ও তিনটি মাহিন্দ্র এবং পাশে থাকা একটি মুদির দোকান পুড়ে ছাই হয়ে গেছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 

শুক্রবার (১৩ ডিসেম্বর) ভোর সোয়া ৪টার দিকে উপজেলার চরপাথরঘাটা (১ নম্বর ওয়ার্ড) নুরনবী চেয়ারম্যানের বাড়ি এলাকার নুরুল আমিনের গ্যারেজে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

চরপাথরঘাটা ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) সাইফুদ্দিন মানিক জানান, ভোর ৪টার দিকে ওই গ্যারেজে আগুন লাগার খবর পাই। আগুনে নুরুল আমিনের ছেলে আনিছুর রহমানের গ্যারেজে থাকা ৩০টি অটোরিকশা, একটি মোটরসাইকেল এবং তিনটি মাহিন্দ্র পুড়ে ছাই হয়ে যায়। পাশে থাকা তার ভাই নজরুল ইসলামের একটি মুদির দোকানও সম্পন্ন পুড়ে যায়।

কর্ণফুলী মর্ডান ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইমরান হোসেন বলেন, রাত ৪টার দিকে ওই গ্যারেজে আগুন লাগার খবর আসে। পরে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার ফাইটাররা ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর