শিবগঞ্জে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে চৌধুরীপাড়া যুব সংঘের উদ্যোগে শিবগঞ্জ পৌর এলাকার মারকাজ মসজিদ সংলগ্ন আমবাগানে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনালে চৌধুরীপাড়া কিংস ফুটবল দলকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় চৌধুরীপাড়া চ্যালেঞ্জার্স ফুটবল দল। টুর্নামেন্টে মোট চারটি দল অংশগ্রহণ করে। খেলা শেষে রানার আপ ও চ্যাম্পিয়ন দলের মাঝে পুরস্কার বিতরণ করেন শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসাদুজ্জামান। এ সময় তিনি বলেন, শিক্ষার্থীরা দেশের ভবিষৎ। তাই মাদক, সন্ত্রাস ও ইভটিজিং থেকে দূরে রাখতে তাদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।
সুশিক্ষা তোমরা তোমাদের পিতা মাতা ও শিক্ষকদের মুখ উজ্জল করবে, জাতিকে উন্নত করবে। কাজেই প্রতিটি শিক্ষার্থীকে সঠিক শিক্ষা গ্রহণের মধ্য দিয়ে সু-নাগরিক হওয়ার আহ্বান জানান। এ সময় ফুটবল প্রেমীরা উপস্থিত ছিলেন। মোহাঃ জানান উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ।