ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ।

ফিলিস্তিনের গাজা ও দখলদার গণহত্যাকারী ইসরায়েলি বাহিনীর নিশংস হামলায় ইতিমধ্যেই হাজার হাজার নিরাপদ মানুষ শাহাদৎ বরণ করেছেন। শিশু, নারী ও বৃদ্ধদেরকেও নির্মমভাবে হত্যা করছে অবৈধ দখলদার ইসরায়লের সেনারা। গাজা উপত্যকা আজ মৃত্যু উপত্যকা। দখলদার ইসরায়েল পৃথিবীর মানচিত্র থেকে গাজার চিহ্ন মুছে ফেলতে নারকীয় হত্যাযজ্ঞে মেতে উঠেছে। পরিতাপের বিষয় এই যে, আন্তর্জাতিক বিশ্ব এখনো এখানে নিরব দর্শকের ভূমিকা পালন করে চলছে। এভাবে আর চলতে পারে না। আসুন আমরা আমাদের মাজলুম ফিলিস্তিনের মা, বোন, শিশু, ভাইদের জানান দেই আমরা তাদের পাশে আছি, পবিত্র আল-আকসার পাশে আছি। এটা আমাদের প্রত্যেকের ঈমানের দাবি।
গাইবান্ধা জেলার সর্বস্তরের জনগণ গাঁজা ও রাকায় ইসরায়লের বর্বরোচিত গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। একই সাথে শহীদ এবং যুদ্ধাহত ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে ৭ এপ্রিল ২০২৫ ইং রোজ সোমবার বিশ্বব্যাপী “The World Stops for Gaza” কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করে।
তারা বলেন, দখলদার ইসরাইলের কোন পণ্য পরিবারের কাউকে কিনে দেবেন না। কারন আমাদের কেনা পণ্যের লাভ দিয়ে অস্ত্র বানিয়ে তারা মাজলুম ফিলিস্তিনের বুকে রক্ত ঝরাচ্ছে। আসুন আমরা প্রথমে অর্থনৈতিক যুদ্ধে সামিল হই,দখলদার ইসরাইলের পণ্য কেনা বন্ধ করি।