স্বেচ্ছায় করে রক্তদান, বাংলা মায়ের শ্রেষ্ঠ সন্তান

এই লক্ষ্যকে সামনে রেখে ব্লাড ডোনার’স ইন গাইবান্ধা এগিয়ে চলেছে পূর্বার গতিতে। ০২ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দে ব্লাড ডোনারস ইন গাইবান্ধা এর ৫র্থ বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানের শুরুতে পাবলিক লাইব্রেরী মিলনায়তন হতে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান। সড়ক প্রদক্ষিণ করে ব্যালির উৎপত্তি স্থলে গিয়ে শেষ হয়।
ব্লাড ডোনার’স ইন গাইবান্ধা এর আয়োজনে আজ সকালে গাইবান্ধা শহরের পাবলিক লাইব্রেরী মিলনায়তনে আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জননেতা, জনাব,মাসুম হক্কানী, চেয়ারম্যান ৯নং খোলাহাটী ইউনিয়ন পরিষদ গাইবান্ধা, জনাব, জুলফিকার রহমান ৫ নং বল্লমঝাড় ইউনিয়ন পরিষদ গাইবান্ধা।
জনাব,এসএইচএম সাইফুল ইসলাম উপ-প্রসাসনিক কর্মকর্তা, বাংলাদেশ ডাক বিভাগ, উত্তরাঞ্চল, রাজশাহী।
জনাব,আলী কাওছার সরকার বাবুল
প্রধান নির্বাহী মানব সম্পদ ও প্রশাসন বিভাগ ফর সেন্টার ফর হিউম্যানিটি (সিএফেইচ)ও
পরিচালক, গাইবান্ধা চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি,
আলহাজ্ব মো: শরিফুল ইসলাম শরিফ,
স্বত্বাধিকারী, সাইড এন্ড শরীফ এন্টারপ্রাইজ,
ইঞ্জিনিয়ার আবু বক্কর সিদ্দিক, প্রোপাইটার মেসার্স আবু বক্কর ট্রেডার্স,
জনাব,মোহাম্মদ আবদুর রহিম সরকার বাবু, দলিল লেখক সমগ্র বাংলাদেশ,
তারা সংগঠন এর সদস্যদেরকে সোনার বাংলা গড়ার কারিগর হিসেবে কাজ করার আহবান জানান
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক অশোক সাহা।
স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আনিসুল ইসলাম আনিস ,
আলোচনা শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন স্বেচ্ছায় রক্তদাতা মো: মাহমুদুল ইসলাম। গীতা পাঠ করেন- স্বেচ্ছায় রক্তদাতা সৈকত কুমার। সংগঠন শুরুর কথা বলেন- সংগঠন এর প্রতিষ্ঠাতা ও সাধারন সম্পাদক আরাফাতুল্লা হাসান। তিনি বলেন-ব্লাড ডোনার’স ইন গাইবান্ধা বিনামূল্যে গত ৫ বছরে ৪ হাজার ১ শত ৫৩ ব্যাগ রক্ত অসহায় মানুষের মাঝে দান করা হয়।বাৎসরিক গড়ে, ৮শ ২৭ ব্যাগ রক্তদান করে থাকে। তিনি আরও বলেন ব্লাড ডোনার’স ইন গাইবান্ধার মাসিক গড় রক্তদানের পরিমাণ প্রায় ৭১ ব্যাগ এবং দৈনিক রক্তদানের পরিমাণ প্রায় ৩ ব্যাগ। সার্বিক সমস্যা ও বিষয়াদী তুলে ধরেন সংগঠনের সভাপতি আনিসুল ইসলাম আনিস।
উক্ত অনুষ্ঠানে ২০২৪ সালের ব্লাড ডোনারস ইন গাইবান্ধা এর সর্বোচ্চ রক্তদাতা সংগ্রহকারী হিসেবে নির্বাচিত হয় মো: লিখন ইসলাম, ভলান্টিয়ার ব্লাড ডোনারস ইন গাইবান্ধা। আনুষ্ঠানে ভলান্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করেন রুহুল ইসলাম, খোরশেদ আলম, তানভীর আহমেদ, মুকিত হক্কানি, উম্মে হাবিবা,মনিরা,সহ আরও অনেকে।
উল্লেখ্য, ব্লাড ডোনার’স ইন গাইবান্ধা গাইবান্ধা জেলাকে একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলতে সহযোগিতা করতে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকে। এই প্রত্যয়কে সামনে রেখে প্রাপ্ত মোট চাহিদার শতভাগ রক্তের চাহিদা পুরণ করার চেষ্ঠা করে যাচ্ছে।