ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজা সেবনরত সাতজনকে সাজা

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক সেবনরত অবস্থায় আটক সাত যুবককে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তাদেরকে অর্থদন্ডও করা হয়। মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাহা তাসনিম মৌ এ অভিযান পরিচালনা করেন। এ সময় ওই সাতজনের কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়।
কারা ও অর্থদন্ডের দন্ডিতরা হলো, মো. অনিক, মো. জাহাঙ্গীর আলম, মো. সাজিদ, মো. হেলাল উদ্দিন, মো. শাওন মিয়া, মো. সফিকুল ইসলাম ও মো. রিমন মিয়া। তাদেরকে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র নিশ্চিত করেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর এর সহকারি পরিচালক মো. রফিকুল ইসলাম জানান, পৌর এলাকার পুনিয়াউট ও কাউতলী সেতু এলাকায় অভিযান পরিচালনা করে গাঁজা সেবনরত অবস্থায় ওই সাতজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩৫ গ্রাম গাঁজা পাওয়া যায়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন