গুরুতর আহত হৃতিক, যা বললেন চিকিৎসক

‘গুরুতর আহত হয়েছেন বলিউড অভিনেতা হৃতিক রোশন। দক্ষিণী তারকা জুনিয়র এনটিআর-এর সঙ্গে আসন্ন সিনেমা ‘ওয়ার ২’-এর শুটিং চলছিল অভিনেতার। শুটিং সেটে রিহার্সালের সময় আহত হন হৃতিক। ভারতীয় গণমাধ্যমসূত্রে জানা যাচ্ছে, চিকিৎসকরা অভিনেতাকে প্রায় এক মাস বিশ্রামের পরামর্শ দিয়েছেন।‘
চলতি বছরের অন্যতম আলোচিত সিনেমা ‘ওয়ার ২’। সূত্রের খবর অনুসারে, হৃতিক রোশন এবং জুনিয়র এনটিআর সিনেমার একটি গানের মহড়া করছিলেন। সেই সময় হৃতিকের পায়ে চোট লাগে। ফলে সমস্যা যাতে আর না বাড়ে তাই ডাক্তার তাকে চার সপ্তাহ বিশ্রামের পরামর্শ দেন’।
বলিউড হাঙ্গামার রিপোর্ট অনুসারে জানা যাচ্ছে, গানটির শুটিং আবার মে মাসে হতে পারে। তবে ইতিমধ্যেই সিনেমাটর পোস্ট-প্রোডাকশনের কাজ শুরু হয়েছে। হৃতিক আহত হলেও এখন পর্যন্ত সিনেমাটি মুক্তির তারিখ পরিবর্তন হয়নি বলেই জানা যাচ্ছে। এটি ১৪ আগস্ট মুক্তি পাবে।’
অয়ন মুখার্জি পরিচালিত ‘ওয়ার ২’ আদিত্য চোপড়ার ‘যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্স’-এর একটি অংশ। একঝাঁক তারকাখচিত এই সিনেমা এবার একেবারে ভিন্নভাবে জায়গা করে নেবে দর্শকের মনে। হৃতিক রোশন এবং জুনিয়র এনটিআর ছাড়াও এতে দেখা যাবে কিয়ারা আদভানিকে। হৃতিককে মেজর কবীর ধালিওয়ালের ভূমিকায় পুনরায় অভিনয় করতে দেখা যাবে।
অন্য দিকে, জুনিয়র এনটিআরও এই সিনেমার হাত ধরে বলিউডে পা রাখছেন’।
এটি ২০১৯ সালের অ্যাকশন থ্রিলার ‘ওয়ার’-এর সিক্যুয়েল। সিনেমাটিতে শাহরুখ ও সালমান খানের ক্যামিও থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে।’