রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম

হবিগঞ্জের ৭টি উপজেলায় হচ্ছে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ : মহাপরিচালক

স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
হবিগঞ্জের ৭টি উপজেলায় হচ্ছে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ : মহাপরিচালক
হবিগঞ্জের ৭টি উপজেলায় হচ্ছে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ : মহাপরিচালক

কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শোয়াইব আহমদ খান জানিয়েছেন, সারা দেশের ন্যায় ৩২৯টি উপজেলায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ (টিএসসি) স্থাপন করা হচ্ছে। এর মধ্যে হবিগঞ্জের ৭টি উপজেলার নাম রয়েছে। এ লক্ষ্যে সরকার একটি প্রকল্প গ্রহণ করেছে। প্রকল্পের আওতায় ২০ হাজার ৫শ কোটি টাকা বরাদ্দ রয়েছে।

শনিবার (৫ এপ্রিল) সকালে হবিগঞ্জ সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ তথ্য জানান,কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শোয়াইব আহমদ খান।

তিনি বলেন, বৈদেশিক কর্মসংস্থানে দক্ষ জনশক্তির চাহিদা থাকা সত্ত্বেও বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি পাঠানো সম্ভব হচ্ছে না। দেশের দেড় কোটি লোক বিদেশে স্বল্প মজুরিতে চাকরি করার কারণে আশানুরূপ বৈদেশিক মুদ্রাও অর্জন হচ্ছে না। এ অবস্থা থেকে উত্তরণের জন্য সরকার এ প্রকল্পটি গ্রহণ করেছে। দেশের অর্থনীতিকে আরও গতিশীল করতে হলে কারিগরি শিক্ষার বিকল্প নাই। আর যেদেশে দক্ষ জনশক্তি আছে, সেদেশে উন্নয়নের বিপ্লব হয়েছে।

মহাপরিচালক বলেন, হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ, নবীগঞ্জ, বাহুবল, শায়েস্তাগঞ্জ, চুনারুঘাট ও লাখাই উপজেলায় টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ নির্মাণ করা হবে। এই প্রকল্পের অধীনে প্রতিটি উপজেলায় ৩ একর ভূমি অধিগ্রহণ করা হবে। কোনো দানশীল ব্যক্তি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জন্য জমি দান করতে চাইলে তা সাদরে গ্রহণ করা হবে। তবে ইতোমধ্যে নবীগঞ্জ ও বাহুবল উপজেলার জন্য দুজন ব্যক্তি ভূমি দান করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. ফরিদুর রহমানসহ বিভিন্ন উপজেলার নির্বাহী অফিসার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর