চুনারুঘাটে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন, ঘাতক গ্রেপ্তার

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন।
নিহতের মোঃ রুয়েল মিয়া (২৪)। তিনি চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের দৌলতখাঁ আবাদ গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত (১৫ এপ্রিল) বিকেল ৩টার দিকে রুয়েল মিয়া একটি গাছ কেটে বাড়ির সামনে রাখেন। পরে সেই গাছের অংশ ব্যবহার করে তার ছোট ভাই জসিম মিয়া (২২) টিউবওয়েলের বেড়া তৈরির কাজ শুরু করলে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে মারামারিতে রূপ নেয় এ ঘটনা।
মারামারির সময় রুয়েলের মা আবেদা খাতুন ও ভাইয়ের স্ত্রী স্বরুপা বেগমও তর্কে জড়িয়ে পড়েন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জসিম একটি গাছের ঢাল দিয়ে বড় ভাই রুয়েলের ঘাড়ে আঘাত করেন। এতে রুয়েল মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়দের সহায়তায় রুয়েলের স্ত্রী তাছলিমা খাতুন তাকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে পথিমধ্যে সিলেটের মাজার গেইটে নুরজাহান ক্লিনিকে নেওয়া হলে রাত ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কমকর্তা ওসি নুর আলমের জানিয়েছেন, ঘাতক জসিম মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হঠাৎ এমন এক মর্মান্তিক পারিবারিক সংঘর্ষে তরতাজা এক যুবকের প্রাণহানিতে হতবাক স্থানীয় বাসিন্দারা।