ব্রাহ্মণবাড়িয়া নদীর দখলদার উচ্ছেদ না হওয়ায় হাতাশা

ব্রাহ্মণবাড়িয়ায় নদী দখলদারদের তালিকা করা হলেও উচ্ছেদ অভিযান পরিচালিত না হওয়ায় হতাশা ব্যক্ত করা হয়েছে। একইসঙ্গে দখলদারদের রাজনৈতিক পরিচয় আমলে না নিয়ে শুধুমাত্র দাখলদার হিসেবে চিহ্নিত করে উচ্ছেদ অভিযানের আহবানো হয়। পাশাপাশি আগামী নির্বাচনে দখলদারদের মনোনয়ন না দিতে রাজনৈতিক দলগুলোর প্রতিও আহবান জানানো হয়েছে।
আন্তর্জাতিক নদীকৃত্য দিবস-২০২৫ উপলক্ষ্যে শুক্রবার সকালে তরী বাংলাদেশ এর আয়োজনে ‘নদী রক্ষায় দায়িত্ব ও দায়বদ্ধতা’ শীর্ষক আলোচনা সভায় এসব আহবান জানানো হয়। প্রেস ক্লাবে আয়োজিত এ আলোচনা সভায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
‘আমাদের নদীগুলো আমাদের ভবিষ্যৎ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত আলোচনা সভায় বক্তারা নদী সুরক্ষার উপর গুরুত্বারোপ করেন। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের সাধারন সম্পাদক এ বি এম মমিনুল হক, জেলা নাগরিক ফোরামের সভাপতি পিযূর্ষ কান্তি আচার্য্য, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরি বাপ্পি, প্রেস ক্লাবের সহ-সভাপতি ইব্রাহিম খান সাদাত, বীর মুক্তিযোদ্ধা আবু হোরায়রাহ। সভায় সভাপতিত্ব করেন তরীর আহবায়ক শামীম আহমেদ। সাহেল রানা ভুইয়ার সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন তরী বাংলাদেশ এর আহবায়ক কমিটির সদস্য খালেদা মুন্নী।