খেটে খাওয়া সাধারণ মানুষদের নিয়ে পৌর বিএনপির ৫ ও ৬নং ওয়ার্ডের ইফতার মাহফিল

নেত্রকোণার দুর্গাপুরে পৌর বিএনপির ৫ ও ৬ নং ওয়ার্ড শাখার উদ্যোগে আলোচনা সভা,ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার পৌর শহরের খরস এলাকায় সুসং সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই আয়োজন অনুষ্ঠিত হয়। এতে দেশবাসীর কল্যাণ ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয়েছে।
ইফতারের পূর্বে দেশবাসী এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এই ইফতার আয়োজনে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা কর্মী এবং খেটে খাওয়া সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
পৌর বিএনপির ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ বলেন,পবিত্র মাহে রমজানে গরীব,অসহায় ও খেটে খাওয়া সাধারণ মানুষদের নিয়ে ইফতার করতে পেরে আমরা আনন্দিত। এই ইফতার ও দোয়া মাহফিলে দেশবাসী সহ সকলের মঙ্গল কামনা করা হয়েছে। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করি। তিনি দ্রুত আমাদের মধ্যে ফিরে আসবেন এই প্রত্যাশা।
ইফতার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর পৌর বিএনপির আহ্বায়ক আতাউর রহমান ফরিদ ও সদস্য সচিব হারেজ গণি। এই আয়োজনে আমন্ত্রিত বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার। এতে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন,পৌর বিএনপির যুগ্ন আহ্বায়ক সুরঞ্জন পন্ডিত,পৌর যুবদলের আহ্বায়ক আবু সিদ্দিক রুক্কু, সদস্য সচিব আল ইমরান সম্রাট গনি, যুগ্ন আহ্বায়ক আব্দুল আহাদ, সাখাওয়াত হোসেন সজীব, বিকাশ সরকার,সদস্য সচিব আল ইমরান সম্রাট গণি,পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক আলিউল আজিম,উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি অসীম সাহা, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি বিদ্যুৎ সরকার,পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক টুকন সরকার,পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোশারফ হোসেন শাওন,সদস্য সচিব সোহেল আকাশ,পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুর রহমান,সদস্য সচিব নুরুজ্জামান জনি, যুগ্ন আহবায়ক মো: আল মামুন, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুল মজিদ,ওয়ার্ড যুবদলের আহ্বায়ক আলাল মিয়া,যুগ্ন আহ্বায়ক মো: মারুফ,এস এম সায়েম,আল আমিন হাওলাদার।
ইফতার আয়োজন সফল করতে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পৌর বিএনপির ৬ নং ওয়ার্ডের সভাপতি মো: আব্দুল হান্নান,সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম,৫ নং ওয়ার্ডের সভাপতি আসাদুজ্জামান শেকুল ও সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন।