বোয়ালমারীতে ভ্যান শ্রমিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ফরিদপুরের বোয়ালমারীতে ভ্যান শ্রমিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) বোয়ালমারী ডেভেলপমেন্ট ট্রাস্টের উদ্যোগে বোয়ালমারী পৌরসভার ভ্যান শ্রমিকদের নিয়ে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে বক্তারা শ্রমিকদের সমাজের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করে বলেন, তাদের শ্রমের মাধ্যমে সমাজ এগিয়ে চলছে এবং তাদের সমান অংশগ্রহণ নিশ্চিত করাই সামাজিক উন্নয়নের মূল চাবিকাঠি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর ড. ইলিয়াস মোল্লা। তিনি শ্রমজীবী মানুষের মর্যাদা প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে বলেন, এমন আয়োজন শ্রমিকদের প্রতি দায়বদ্ধতা ও সংহতির প্রতীক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতের ফরিদপুর জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক ইমারত হোসেন চৌধুরী, বোয়ালমারী পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক আব্দুস সালাম, বোয়ালমারী পৌর জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আবুল কাশেম মাহমুদ, পৌর জামায়াতের সেক্রেটারি সৈয়দ সাজ্জাদ আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ইফতার মাহফিলে অংশগ্রহণ করে ভ্যান চালক শ্রমিকরা অত্যন্ত আনন্দিত হন। তারা জানান, এর আগে কখনো তাদের জন্য এমন সম্মানজনক কোনো আয়োজন করা হয়নি। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এমন উদ্যোগের মাধ্যমে শ্রমজীবী মানুষের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠিত হবে।
এই ইফতার মাহফিল শ্রমজীবী মানুষের প্রতি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রশংসিত হয়েছে। আয়োজকরা জানান, ভবিষ্যতে সমাজের অবহেলিত শ্রমজীবী মানুষের জন্য আরও বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে।