আল ইখওয়াহ ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

আল ইখওয়াহ ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ মার্চ) বিকেলে শহরের প্রাণকেন্দ্র কুমাড়শীল মোড় অবস্থিত সিলভার ফ্রকের পার্টি সেন্টারে মুফতি আব্দুল্লাহ কাফী ও মুফতি ইয়াছিন আরাফাত নবীনগরীর যৌথ সঞ্চালনায় মুফতি মুবারকুল্লাহ দা.বা. এর সভাপতিত্বে শুরু হলে এতে উপস্থিত ছিলেন, মুফতি মাযহারুল হক কাসেমী,জহিরুল হক খোকন, নুরে আলম সিদ্দিকী, আলী আজম, মাওলানা গাজী ইয়াকুব ওসমানী, মাওলানা বুরহান উদ্দিন আল মতিন,মুফতি জাকারিয়া, মাওলানা ইউসুফ ভূইয়া,মুফতি ইয়াসিন আরাফাত বিরাসারী,মাও: মাসুদুর রহমান খান, আরিফুল বারী, মাওলানা এনামুল হাসান, মাওলানা বেলাল হোসাইন, ইঞ্জি: আজহার উদ্দিন,ইঞ্জি: কামাল সাহেব,এড: জুবায়ের হক শাওন, ডাক্তার জোবায়ের ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ আরও অনেকেই।
এসময় উপস্থিত বক্তারা নিজেদের বক্তব্যে ধর্মীয় ও সামাজিক মূল্যবোধকে তুলে ধরার পাশাপাশি রমাদ্বান কারীমের মাহাত্ম্য ও আত্ম সংযমের গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন।
এবং এই মহতী উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতে এ ধরনের আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।
পরিশেষে মুফতি মাজহারুল হক ক্বাসেমীর দোয়া পরিচালনার মধ্য দিয়ে ইফতার গ্রহণের মাধ্যমে উক্ত অনুষ্ঠান সমাপ্ত হয়।