পঞ্চগড়ে আন্তর্জাতিক মানব অধিকার ফাউন্ডেশন -আসফ-এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পঞ্চগড়ে আন্তর্জাতিক মানব অধিকার সংস্থা, আইন সহায়তা ফাউন্ডেশন (আসফ) পৌর,সদর উপজেলা ও জেলা শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সোমবার ২৪ মার্চ জেলা শহরের সিএফসি সেন্টার প্লাজায়,জেলা সভাপতি আব্দুস সাত্তার এর সভাপতিত্বে ও অ্যাডভোকেট জালাল উদ্দিনের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আদম সুফি,জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি সিনিয়র এডভোকেট নাজমুল ইসলাম কাজল, এপিপি অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন, এডভোকেট রাশেদুজ্জামান, জেলা সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম (সরকার),পৌর সভাপতি রাজিউর রহমান (রাজু), সদর উপজেলা সভাপতি মোঃ আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক আরিফ হোসেন সহ জেলা,উপজেলা ও পৌর (আসফ)এর কর্মী বৃন্দ।
এ সময় বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য সহ সংস্থার গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে সমসাময়িক বিষয়ে আলোচনা করেন।
শেষে মোনাজাতের মধ্য দিয়ে ইফতার মাহফিল সম্পন্ন হয়।