জামায়াত নেতার উদ্যোগে নদী ভাঙ্গন পরিদর্শন

জামালপুর জেলা দেওয়ানগঞ্জ উপজেলা সানন্দবাড়ী বাজারের কোল ঘেঁষে প্রবাহিত জিঞ্জিরা নদীর ভাঙ্গন এবং বকশীগঞ্জ উপজেলা দশানী নদীতে বাঁধ দেওয়ায় যে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে কৃষকের ফসলের ক্ষতির মাঠ পরিদর্শন করেন জামায়াত এডঃ নাজমুল হক সাঈদী।
৪ই মে রবিবার দুপুরে জিঞ্জিরা নদী থেকে পাররামপুর ইউনিয়নের দিকে চলে যাওয়া খাল পারে অবস্থান নেন, এটা পরিদর্শন শেষে সানন্দ বাড়ী ব্রীজের পূর্ব পাশে প্রায় ১কিলোমিটার নদী ভাঙ্গন এবং ব্রীজ রক্ষার যে ব্লক দেওয়া হয়েছে সেগুলো নদী গর্ভে বিলীন হয়ে গেছে এবং ব্রীজ টি প্রায় ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে। এ স্থান গুলো পরিদর্শন করেন। এসময় স্থানীয়রা জানান যে এখানে একটি কালভার্ট ছিল যেটা ভেঙে গেছে এই কালভার্ট ভেঙে যাওয়ার ফলে সানন্দ বাড়ী সিলেট পাড়ার এলাকার মানুষের যাতায়াত কষ্টকর হয়েছে। তারা বলেন এটা দ্রুত সংস্কারের আবেদন জানাই। এ উপস্থিত ছিলেন জামায়াতের বাসস্ট্যান্ড ইউনিটের সভাপতি মাওলানা সৈয়দ জামান, চর আমখাওয়া যুব ইউনিটের সভাপতি গোলাম মোস্তফা, বাংলাদেশ শিক্ষক পরিষদের জামালপুর জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক নুরুউদ্দিন আহমেদ জাতীয় পার্টির ইউনিয়ন নেতা শাহ জামাল, আরো উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী জামালপুর শহর আমির মাওলানা খন্দকার মোকাদ্দেস আলী, এবং সর্বশেষ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জামায়াত ইসলামী দেওয়ানগঞ্জ বকশীগঞ্জ (জামালপুর -১) আসনের জামায়াত মনোনিত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট নাজমুল হক সাঈদী। তিনি বলেন বকশীগঞ্জ উপজেলায় দশানী নদীতে বাঁধ দেওয়ার ফলে যে সৃষ্ট চাপ তৈরি হয়েছে তার প্রভাব এখানেও পরেছে। এবং কৃষকের পাকা ধান ক্ষতির সম্মুখীন হয়েছিল। শুধু তাই নয় ঐপারের যে মানুষ আছে তাদের চলাচল দুর্বিসন্ধি হয়ে পরে। আমরা কর্তৃপক্ষের সাথে কথা উক্ত সমস্যা গুলো দ্রুত সমাধান করার সর্বোচ্চ চেষ্টা করবো ইংশাআল্লাহ। এই বলে তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন।