ময়মনসিংহের ক্লুলেস মামলার আসামী গ্রেফতার করেছে র্যাব-১৪

ময়মনসিংহের তারাকান্দায় বৃদ্ধ আবেদ আলী (৭০) হত্যার ক্লুলেস মামলার আরেক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৪।
র্যাপিড একশন ব্যাটালিয়ন (র্যাব-১৪) এর একটি অভিযানিক দল সিপিএসসি ২ এপ্রিল ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আব্দুল জব্বার (৬০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে। আসামী ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার চাকির কান্দা এলাকার বাসিন্দা। পরে তাকে মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।
জানা যায়, ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় ওয়াজ মাহফিলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন বৃদ্ধ আবেদ আলী। রাতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি করেন। পরদিন ২৪ ফেব্রুয়ারি সকালে স্থানীয়রা তার হাত-পা বাঁধা মরদেহ তারাকান্দার পশ্চিম পাণ্ডলী এলাকায় একটি ফিসারির পুকুরে ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে নিহতের মেয়ে মোছাঃ রোকিয়া বেগম বাদী হয়ে তারাকান্দা থানায় হত্যা মামলা দায়ের করেন।
১৩ মার্চ একই মামলার আরেক আসামিকে গ্রেফতার করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছিল র্যাব-১৪