মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপি’র ১৬৩০ মামলা রাজৈর পল্লী উন্নয়ন সমবায় সমিতির নবনির্বাচিত চেয়ারম্যানের অফিসে যোগদান চাটমোহরে ৩০ বস্তা ও এমএস এর চাল আটক করলো জনতা পরে নিলামে বিক্রি সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু গ্রেফতার  ভারতের কেন্দ্রীয় চুক্তিতে ফিরলেন শ্রেয়াস, ইশান সার কারখানার বিষাক্ত বর্জ্যের পানি পান করে ৩ মহিষের মৃ/ত্যুর অভিযোগ সন্দ্বীপে কালাপানিয়া হাই স্কুল সড়ক বেহাল: দুর্ভোগে ৪ হাজার মানুষ আর্থিক সংকট ও অনিশ্চয়তায় দিন কাটছে শহীদ নাজমুলের স্ত্রীর সকল নারীর সুরক্ষা বাড়াতে অন্তর্ভুক্তির সুপারিশ আমলযোগ্য অপরাধের ঘটনায় অবশ্যই মামলা নিতে হবে: ডিএমপি কমিশনার

২৫ রানে পিছিয়ে দিন শেষ বাংলাদেশের

অনলাইন ডেস্ক
প্রকাশিত হয়েছে : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
২৫ রানে পিছিয়ে দিন শেষ বাংলাদেশের
২৫ রানে পিছিয়ে দিন শেষ বাংলাদেশের। সংগৃহীত ছবি

সিলেট টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ আগে ব্যাট করে ১৯১ রানে অল আউট হয়েছিল। এরপর ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে করতে পারে ২৭৩ রান। মেহেদী মিরাজের ৫ উইকেটে ৮২ রানের লিড নিয়ে শেষ হয় সফরকারীদের ইনিংস। এরপর দ্বিতীয় দিনের শেষবেলায় ব্যাট করতে নেমে টাইগাররা এক উইকেট হারালেও স্কোরবোর্ডে যোগ করেছে ৫৭ রান। স্বাগতিকরা দ্বিতীয় দিন শেষে জিম্বাবুয়ের চেয়ে পিছিয়ে আছে ২৫ রানে। ,

শেষবেলায় দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ১৩ রানেই বিদায় নেন ওপেনার শাদমান ইসলাম। প্রথম ইনিংসে ১২ রান করা এই ওপেনার এবার করেছেন ৪ রান, আউট হয়েছেন ব্লেসিং মুজারাবানির বলে শন উইলিয়ামসের হাতে ক্যাচ দিয়ে।,

তবে শাদমান ফেরার পর মুমিনুল হককে নিয়ে বাকি সময়টুকু ভালোভাবেই কাটিয়ে দেন মাহমুদুল হাসান জয়। দুজনে মিলে গড়েছিলেন ৪৪ রানের জুটি। এ দুজনের জুটিতে বাংলাদেশ দিন শেষ করেছে ১ উইকেটে ৫৭ রানে। জয় অপরাজিত আছেন ২৮ রানে, আর মুমিনুল অপরাজিত আছেন ১৫ রানে। 

এর আগে গতকাল দুর্দান্ত ব্যাট করা জিম্বাবুয়ে আজ আর সে ধারা ধরে রাখতে পারেনি। দিনের শুরুতেই দুই ওপেনার ফেরার পর নিক ওয়েলস ও অধিনায়ক আরভিনও দ্রুতই আউট হন। তবে জিম্বাবুয়েকে লিড পেতে বড় অবদান রেখেছেন উইলিয়ামস। সফরকারী এ ব্যাটার আরভিন ও মেধেভেরের সঙ্গে গড়েছিলেন যথাক্রমে ৪১ ও ৪৮ রানের জুটি। দলীয় ১৯৩ রান দলকে ২ রানের লিড এনে দিয়ে সাজঘরে ফিরেন তিনি। আউট হওয়ার আগে খেলেছেন ৫৯ রানের ইনিংস। ,

উইলিয়ামস ফেরার পর জিম্বাবুয়ের লিড বাড়াতে অবদান রেখেছেন মাধেভেরে, মায়াভো ও এনগারাভা। এ তিনজন খেলেছেন যথাক্রমে ২৪, ৩৫ ও ২৮ রানের ইনিংস। তাদের এই ইনিংসের সুবাদেই অল আউট হওয়ার আগে ২৭৩ রানের সংগ্রহ গড়ে জিম্বাবুয়ে, পায় ৮২ রানের লিড। ,

এদিকে জিম্বাবুয়েকে বড় লিড পেতে দেননি মেহেদী মিরাজ। টাইগার এই অলরাউন্ডার নিয়েছেন ৫ উইকেট। ২০২২ সালের ডিসেম্বরের পর এই প্রথম দেশের মাটিতে ৫ উইকেট নিলেন মিরাজ। মিরাজ ছাড়া নাহিদ রানা পেয়েছেন ৩ উইকেট, ১ টি করে উইকেট পেয়েছেন হাসান মাহমুদ ও খালেদ আহমেদ। ,


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর