কারো বিরুদ্ধে যদি কোন অভিযোগ আসে, তাৎক্ষণিক বহিষ্কার- হুমাম কাদের

দলের অনেক লোক চাঁদাবাজি সাথে জড়িত হয়ে গেছে, বালু পাচারের সাথে জড়িত হয়ে গেছে। আপনাদেরকে আজকে আশ্বস্ত করতে চাই, আমাদের দলের প্রধান তারেক রহমানের নির্দেশে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। কারো বিরুদ্ধে যদি কোন ধরনের অভিযোগ আসে, তাদেরকে আমারা তাৎক্ষণিক অব্যহতি এবং বহিষ্কারের আদেশ দিয়ে দেব।
রবিবার (২৩ মার্চ) বিকালে ইছাখালিস্থ পৌর সদর চত্বরে রাঙ্গুনিয়া উপজেলা ও পৌরসভা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত ইফতার বিতরণ ও দোয়া মাহফিলে ভার্চুয়ালে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী।
হুমাম কাদের চৌধুরী বলেন, আপনাদেরকে যদি আমরা সহযোগীতা করতে পারি, তাহলে আমরা মনে করবো আমাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে পেরেছি। আপনাদের কাছে শুধু একটা কথা বলে যেতে চাই, আপনাদের সামনে আমাদের যারা বিএনপির নেতা-কর্মীরা আছে, তাদের সাথে আপনাদের যোগাযোগটা বাড়াতে হবে। এখন থেকে আপনাদের কাছে যদি কারো বিরুদ্ধে কোন অভিযোগ থেকে থাকে, আশাকরি অভিযোগ গুলো আমার কাছে পৌঁছে দিতে পারেন।
তিনি আরও বলেন, আপনারা অনেকে জানেন, আমার পরিবার থেকে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে আমরা ঈদ পালন করবো রাঙ্গুনিয়াতে। ইছাখালি যে মসজিদ আছে, এখনো সিদ্ধান্ত নেইনি যে, কোন মসজিদে ঈদ পালন করবো। তবে, ঈদটা রাঙ্গুনিয়াতেই করবো। আপনারা সবাই আমার বাড়িতে এসে ঈদ পালন করবেন।
সর্বশেষ তিনি নেতা-কর্মীদের উদ্দেশ্য করে বলেন, আগামী ২৫ তারিখে উত্তর রাঙ্গুনিয়াতে আমার একটা প্রোগ্রাম আছে। সুযোগ পান আমার সাথে ইফতার করতে আসবেন। আর যদি না পান, ইনশাআল্লাহ আপনাদের সাথে ঈদের দিন দেখা হবে। আমার পরিবারের জন্য দোয়া করবেন, বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, তারেক রহমানের জন্য দোয়া করবেন।
চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের সি সহ-সভাপতি মো আনছুর উদ্দিনের সভাপতিত্বে এবং ইফাক ও তোহার যৌথ সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের সি: যুগ্ম আহবায়ক মাকসুদুল হক চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন প্রবাসী মো. সেলিম হোসাইন, স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ইসমাইল শিকদার,
উত্তরজেলা ছাত্রদলের সহ সভাপতি ফারুকুল ইসলাম ফারুক, উপজেলা ছাত্রদলের আহবায়ক আবু বক্কর, যুগ্ম আহবায়ক গাজী নাজিম, কামাল হোসেন, রায়হান, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ইয়াকুব রানা, মো: লোকমান, আবুল হোসেন চৌধুরী, মো. শাহেদ, উপজেলা জিসাসের আহবায়ক শহিদুল ইসলাম সোহেল, পারভেজ হোসেন প্রমূখ।
এসময় ইমরান, জাবেদ, শাহজাহান, সুমন, রাব্বি, সুজন, সাবেক ও বাদশাসহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।