কসবায় সাত কেজি গাজাসহ ইউ,পি পুলিশ আটক।

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন পরিষদে দায়িত্বরত হাকিম মিয়া (৩৮) নামক এক গ্রাম পুলিশকে সাত কেজি গাঁজা সহ আটক করেছে কসবা থানা পুলিশ।
সোমবার (১০ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার কুইয়াপানিয়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানার উপ-পরিদর্শক ফারুক হোসেন তাকে গ্রেফতার করে।
অভিযুক্ত হাকিম মিয়া গোপীনাথপুর ইউনিয়নের কুইয়াপানিয়া গ্রামের আবুল হাসেমের ছেলে।
পুলিশ৷ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হাকিম গ্রাম পুলিশের বেশে মাদক বিক্রিতে জড়িত ও গ্রাম পুলিশ হওয়াতে তাকে কেউ সন্দেহ করতনা এই সুযোগে তিনি গাজা ব্যবসা করতেন।ইউনিয়নের সে পাঁচ নং ওয়ার্ডের গ্রাম পুলিশের দায়িত্বে ছিল ।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল কাদের বলেন, গ্রাম পুলিশের দায়িত্বে থাকা অবস্থায় হাকিম মিয়া নামক এক ব্যাক্তিকে তার বসত ঘর থেকে মাদক সহ গ্রেফতার করা হয়েছে ও তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।