রাজৈর পল্লী উন্নয়ন সমবায় সমিতির নবনির্বাচিত চেয়ারম্যানের অফিসে যোগদান

রাজৈর উপজেলা পল্লী উন্নয়ন সমবায় সমিতির (বি.আর. ডি. বি) লিঃ এর পুর্বের চেয়ারম্যানের মেয়াদ শেষ হওয়ায় নতুন চেয়ারম্যান নির্বাচিত হন জনাব আবুল হাসান খান।
উল্লেখ গত ১৯ মার্চ রাজৈর উপজেলা পল্লী উন্নয়ন সমবায় সমিতির নির্বাচনে বিনা প্রতি দ্বন্দিতায় নির্বাচিত হন বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সমাজ সেবক আবুল হাসান খান। সোমবার (২১ এপ্রিল) দুপুর ৩ ঘটিকার সময় তিনি নতুন অফিসে যোগদান করেন। এসময় উপস্থিত ছিলেন, রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ মাহফুজুল হক, রাজৈর থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ খান ও রাজৈর উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওহাব আলী মিয়া।
এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেক্ট্রোনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এসময় নবনির্বাচিত চেয়ারম্যান জনাব আবুল হাসান খান সততা ও নিষ্ঠার সাথে দ্বায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।