সারাদেশে সাংবাদিকদের উপর হামলা-মামলার প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালিত

সারাদেশে সাংবাদিকদের উপর একের পর এক হামলা, হামলায় মারাত্মক আহত করা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে জাতীয় সাংবাদিক সংস্থা, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ কর্তৃক আয়োজিত কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে মাদারীপুর জেলা শাখা কার্য্যনির্বাহী কমিটির উদ্যোগে মাদারীপুরে পালিত হলো এক বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী। এতে সভাপতিত্ব করেন উক্ত সংস্থার জেলা শাখা কমিটির সভাপতি মোঃ ফায়েজুল শরীফ। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোঃ ইমদাদুল হক মিলন।
১০ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল ১১ টায় শুরু হয়ে ১ ঘন্টাব্যাপী উক্ত কর্মসূচীতে মাদারীপুর জেলা ও সকল উপজেলা থেকে আগত টিভি, পত্রিকা ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক সহ অন্যান্য সাংবাদিক সংগঠন, সাংবাদিক নেতৃবৃন্দ, সাধারণ সাংবাদিক ও সুধীবৃন্দ অংশগ্রহন করেন। মানববন্ধন থেকে মাদারীপুর সহ দেশের বিভিন্ন জায়গায় সাংবাদিক হয়রাণি ও হামলা-মামলার প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার মাদারীপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা বিটিভির সাবেক প্রতিনিধি ও মৈত্রী মিডিয়া সেন্টারের সভাপতি সিনিয়র সাংবাদিক মাহাবুবুর রহমান বাদল, নিউজ চ্যানেল ২৪, বাংলাদেশ প্রতিদিন ও বাসস এর জেলা প্রতিনিধি বেলাল রিজভী, ডাসার উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান আজাদ, বিশ্লেষণ মিডিয়া ও সময়ের আলো পত্রিকার জেলা প্রতিনিধি ফরিদ হোসেন সহ প্রমুখ। জাতীয় সাংবাদিক সংস্থা, মাদারীপুর জেলা শাখার পক্ষে বক্তব্য রাখেন উক্ত সংস্থার সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে-মোঃ ফায়েজুল শরীফ ও মোঃ ইমদাদুল হক মিলন।
এসময় বক্তারা বলেন,গণমাধ্যম হলো রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। অথচ আজ সেই গণমাধ্যম ও সংবাদকর্মীরা বারবার হামলার শিকার হচ্ছেন, হয়রানির সম্মুখীন হচ্ছেন, এমনকি মিথ্যা মামলা সহ হত্যাকান্ডের শিকারও হচ্ছেন-যার প্রমান সাগর-রুনি হত্যাকান্ড সহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিক আক্রান্ত হয়ে আহত ও নিহত হবার ঘটনা। জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি ফায়েজুল শরীফ সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, বিগত পতিত সরকারের আমলে ১১২ বার সাগর-রুনি দম্পতি হত্যাকান্ডের তদন্ত রিপোর্ট পিছিয়েছে। আমরা আশা করেছিলাম বর্তমান অন্তর্বর্তীকালীন ছাত্র-জনতার নিরপেক্ষ সরকার এ হত্যাকান্ডের খুনীদের সনাক্ত করে দ্রুতই সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবেন কিন্তু সেটারও কোনো লক্ষণ দেখছি না-যা অত্যন্ত দুঃখজনক, লজ্জার ও সরকারের ব্যর্থতা। বিগত পতিত সরকারের আমলে কারা তাকে হত্যা করেছে সেটা সন্দেহের তীর যাদের দিকে- অচিরেই বর্তমান সরকার তাদের শাস্তির আওতায় নিয়ে আসবেন এমটাই প্রত্যাশা সবার। বাসস এর সাংবাদিক ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি প্রগতিশীল সাংবাদিক বেলাল রিজভী বলেন, সাংবাদিকরা কোনো দলের লেজুরবৃত্তি হয়ে কাজ করবে না, অপসাংবাদিকতা যারা করবেন এবং কারো লেজুরবৃত্তি করে যারা সাংবাদিকদের বিরুদ্ধে অবস্থান নিবেন তাদের সাংবাদিকতা থেকে মাঠচ্যূত করা হবে,তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। অবিলম্বে সাগর-রুনি হত্যাকান্ড সহ সকল হত্যাকান্ডের দ্রুত বিচারের পাশাপাশি জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় জনকল্যাণ সচিব রাসেল ইসলাম জীবন এর উপর নারায়নগঞ্জের বন্দরে সন্ত্রাসী হামলায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবী জানান। ডাসার উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান আজাদ তার বক্তব্যে বলেন, কালবেলা পত্রিকার ডাসার উপজেলা প্রতিনিধি সৈয়দ রাকিবুল ইসলাম প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারী খাল দখল করা সংক্রান্ত পত্রিকায় নিউজ প্রচার করলে তার উপর হামলা, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকির প্রতিবাদ জানান এবং এ সংক্রান্ত ডাসার থানায় জিডি ও আদালতে ঐ প্রভাবশালী মামলার আসামীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান।
তারা আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। অথচ বিভিন্ন সময়ে সত্য প্রকাশের দায়ে সাংবাদিকদের উপর হামলা সহ মিথ্যা মামলা দায়ের করে তাঁদের কণ্ঠ রোধের অপচেষ্টা চলছে। এহেন অবস্থা থেকে পরিত্রাণে সরকার কঠোর অবস্থানে না গেলে আমরা সাংবাদিকরা আরো কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবো। জাতীয় সাংবাদিক সংস্থার মাদারীপুর জেলা শাখার নেতৃবৃন্দের মধ্যে যারা উপস্থিত ছিলেন তারা হলেন- সিনিয়র সহ-সভাপতি নাসিরউদ্দিন ফকির লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন লিয়াকত, সাইফুল ইসলাম নয়ন, সাংগঠনিক সম্পাদক প্রিন্স মাহমুদ সজীব, প্রচার সম্পাদক আবির হোসেন, কার্যকরী সদস্য শাহরিয়ার তুহিন সহ আরো অনেকে।