৬ লক্ষ টাকার মাদকসহ ২ নারী গ্রেফতার
শিরোনাম
৬ লক্ষ টাকার মাদকসহ ২ নারী গ্রেফতার

ময়মনসিংহ নগরীর পাটগুদাম এলাকায় অভিযান চালায় র্যাব-১৪ (সিপিএসসি) এর আভিযানিক ইউনিট। অভিযানে মঙ্গলবার (৬ মে) দুপুর ১ টার দিকে নগরীর পাটগুদাম ব্রীজমোড়ের পশ্চিম দিকে ২ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব। এ সময় তাদের কাছে ৩০ কেজি গাঁজা পাওয়া যায়। যার বাজার মূল্য প্রায় ৬ লক্ষ টাকা।
গ্রেফতারকৃত ২ নারী মাদক ব্যবসায়ীর মধ্যে একজন গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়াকুন্ডু গ্রামের মো. খোরশেদ দেওয়ানের মেয়ে মোছা. রোকেয়া খাতুন (৫৫) এবং আরেকজন বরিশালের বাকেরগঞ্জ থানাধীন কাজলা কাঠি গ্রামের আলতাফ দেওয়ানের মেয়ে খাদিজা আক্তার সাথী (২৫)।
র্যাব-১৪ (সিপিএসসি) এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার ও সিনিয়র সহকারি পরিচালক জানায়, গ্রেফতারকৃত ২জন নারী মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের পূর্বক জব্দকৃত মাদকসহ হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর