কাল বড় পর্দায় অভিষেক মেহজাবীনের, কি বললেন অভিনেত্রী

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। অভিনয় ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য নাটক। কাজ করেছেন ওয়েব সিরিজেও। তবে সব ছাপিয়ে এবার বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে তার। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। রাত পোহালেই মেহজাবীনের জীবনে আসতে চলেছে বিশেষ এই দিনটি। আগামীকাল ২০ ডিসেম্বর (শুক্রবার) মুক্তি পাবে মেহজাবীন চৌধুরী অভিনীত এবং শঙ্খ দাশগুপ্ত পরিচালিত সিনেমা ‘প্রিয় মালতী’। বড় পর্দায় অভিষেক উপলক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অভিব্যক্তি ব্যক্ত করেছেন এই অভিনেত্রী।
নিজের ভ্যারিফায়েড ফেসবুকে মেহজাবীন লিখেছেন, ‘আগামীকাল আমার জীবনের অন্যতম বিশেষ দিন হতে চলেছে। যে দিন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি একজন অভিনয় শিল্পী হতে চাই, সেই দিন থেকে আমি এই দিনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছি। এই মুহূর্তে, আমি আমার জীবনের সকল মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই।’
নিজের সতীর্থ এবং সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অভিনেত্রী লেখেন, ‘২০১০ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার থেকে আমার প্রথম দিনগুলো থেকে শুরু করে আমার প্রতিটি মেন্টর, সহশিল্পী, পরিচালক, সহকারী, ক্রু মেম্বার, মেকআপ আর্টিস্ট, কোরিওগ্রাফার, ইন্ডাস্ট্রির সহকর্মী এবং এই যাত্রায় আজ পর্যন্ত যাদের সঙ্গে দেখা হয়েছে, তাদের সবাইকে। আপনারা সবাই মিলে আমাকে আজকের “আমি” বানিয়েছেন। এবং আগামীকাল আমার জীবনের একটি অত্যন্ত বিশেষ অধ্যায়ের সূচনা হবে। আমি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই।’
নিজের প্রথম সিনেমার জন্য দোয়া প্রার্থনা করে মেহজাবীন লেখেন, ‘ আবারও আপনাদের সকলের কাছে আমার চলচ্চিত্র “প্রিয় মালতীর” জন্য দোয়া কামনা করছি। আমি সবসময় আপনাদের পাশে পেয়েছি এবং আশা করি এই নতুন অধ্যায়েও আপনাদের আমার পাশে পাব। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।’