মিছিল নিয়ে মানিক মিয়ায় জড়ো হচ্ছেন ছাত্র-জনতা

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে মিছিল নিয়ে জড়ো হচ্ছেন ছাত্র-জনতা।‘
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জুমার নামাজের আগ পর্যন্ত তেমন মানুষ না দেখা গেলেও নামাজের পর থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে দলে দলে সমাবেশস্থলে মানুষ আসতে শুরু করেন।’
দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধারা অংশ নেবেন। এ ছাড়া দেশের ৬৪ জেলা থেকেই মানুষ আসবে।’
বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কূটনীতিক ও বিশিষ্ট ব্যক্তিদেরও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।
এ ছাড়া রাস্তা বন্ধ থাকায় দুঃখ প্রকাশ করেছে জাতীয় নাগরিক কমিটি। তারা জানায়, তারুণ্যের নেতৃত্বে গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ উপলক্ষে ২৮ ফেব্রুয়ারি সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউয়ের রাস্তাটির দুটি সাইডের একটি সাইড (উত্তর সাইড) আড়ংয়ের মোড় থেকে খামারবাড়ি পর্যন্ত বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে ঢাকাবাসীর প্রতি আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।