নারী সংস্কার কমিশনের কুরআনবিরোধী প্রস্তাব বাতিলের দাবিতে মুরাদনগরে হেফাজতের বিক্ষোভ-মিছিল ও সমাবেশ

নারী সংস্কার কমিশনের কুরআন ও সুন্নাহবিরোধী প্রস্তাবনার প্রতিবাদে এবং আগামী ৩ মে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আহ্বানে অনুষ্ঠিতব্য মহাসমাবেশ সফল করার লক্ষ্যে কুমিল্লার মুরাদনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুমার নামাজ শেষে মুরাদনগর উপজেলা সদরে হেফাজতে ইসলাম উপজেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলটি স্থানীয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, নারী সংস্কার কমিশন নামক একটি মহল ইসলাম ও কুরআনের পরিপন্থী প্রস্তাবনা দিয়ে ইসলামী পরিবার ব্যবস্থা ও সমাজের মৌলিক মূল্যবোধকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে। তারা এসব কর্মকাণ্ডকে “নারীর অধিকার” আড়ালে ইসলামবিরোধী অপপ্রচার বলে উল্লেখ করেন।
বক্তারা অবিলম্বে এসব প্রস্তাব বাতিলের দাবি জানিয়ে বলেন, ইসলাম, পর্দা, হায়া ও শরিয়াভিত্তিক জীবনব্যবস্থা রক্ষায় তৌহিদি জনতা সর্বদা প্রস্তুত রয়েছে।
সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ ৩ মে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশে সর্বস্তরের জনগণের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।