শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৫:৪৬ পূর্বাহ্ন

মহেশপুরে সড়ক দু,র্ঘটনায় ৩ জন নি,হত আহত ৩

নিজস্ব প্রতিবেদক, মহেশপুর (ঝিনাইদহ)
প্রকাশিত হয়েছে : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
মহেশপুরে সড়ক দুর্ঘটনায় ৩জন নিহত আহত ৩
মহেশপুরে সড়ক দুর্ঘটনায় ৩জন নিহত আহত ৩

৮ এপ্রিল সন্ধায় ঝিনাইদহ মহেশপুর উপজেলার কালিগঞ্জ – জীবননগর মহা সড়কের মহেশপুর উপজেলার ফতেপুর ইউপির কৃষ্ণচন্দ্রপুর বাসস্টান্ডে ২টি মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়, এসময় চলন্ত ট্রাক তাদেরকে চাপা দিয়ে দ্রত পালিয়ে যায়, এতে কৃষ্ণচন্দ্রপুর শ্রী মোংলা বাবুরায় এর ছেলে বিধান (১৫) ও শ্রী বাদল বাবুরায় এর ছেলে রাজা বাবু (১৩) ঘটনাস্থলে নিহত হয়। ও উপজেলার আজমপুর ইউনিয়নের আলামপুর গ্রামের হামিদুল ইসলামের ছেলে লিমন (১৮) যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আহতরা হলেন কৃষ্ণচন্দ্রপুর বাসষ্টান্ডের চা দোকানদার আলী হোসেনের ছেলে মেজো খোকা, আলামপুর গ্রামের আব্দুল আলীমের ছেলে সিয়াম (১৫) আলামপুর কুলবাগান পাড়ার আনোয়ারের ছেলে হুসাইন (১৫) যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে কৃষ্ণচন্দ্রপুর গ্রামের মেজো খোকার অবস্থা আশংকাজনক বলে জানা যাচ্ছে। স্থানীয় লোকজন জানান দুই মোটরসাইকেলে মোট ৬ জন ছিল, একটি মোটরসাইকেল আলামপুরের ৩ জন ও আরেক মোটরসাইকেলে কৃষ্ণচন্দৃপুরের ৩ জন ছিল।একজন বাদে ৫ জন গুরুত্বর যখম হয়। নিচে সুস্থ ব্যাক্তির ছবি বাড়ি আলামপুর। খবরর পেয়ে মহেশপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদেরকে উদ্ধার করে প্রথমে কোঁটচাদপুর ও পরে যশোর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর